নাগরিক ছবি

১ / ১০
কংক্রিটের দেয়াল ঘেঁষে বারান্দার পরিত্যক্ত কোনায় বুলবুলি দম্পতির বাসগৃহ। বুলবুলি দম্পতি সংসার পেতে চারটি ছানাও ফুটিয়েছে। গাছা থানা, গাজীপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ওসমান গনি ভূঁইয়া
২ / ১০
নদীতে মাছ ধরার জন্য তৈরি করা হচ্ছে জাল। পদ্মার পার, সাতবাড়িয়া, রাজশাহী, ৫ মার্চ
ছবি: সবুজ সরকার
৩ / ১০
বেলা ফুরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাখাল বালক গরুর পাল নিয়ে বাড়ির দিকে রওয়ানা হয়েছে। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের হাকালুকি হাওরের চকিয়ার বিল থেকে তোলা
ছবি: সাইফুল্লাহ হাসান
৪ / ১০
গ্রামবাংলার বিভিন্ন জায়গায় এখনো পানি সেচে মাছ ধরতে দেখা যায়। বিশেষ করে ভাটিবাংলায় মাছ ধরার এমন দৃশ্য ফাল্গুন–চৈত্র মাসে বেশি দেখা যায়। ছবিতে দেখা যাচ্ছে, পুকুরের মালিক মাছ ধরে নিয়ে যাওয়ার পর কিছু শিশু হাঁটু পরিমাণ কাঁদায় মাছ খুঁজছে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ১০
ফাগুনের শেষের দিকেও ভারী কুয়াশা। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম।
৬ / ১০
জাঁত একসময় সেচের প্রধান যন্ত্র ছিল। আধুনিকতার দাপটে তা আজ বিলুপ্তপ্রায়। জাঁত দিয়ে ধানি জমিতে পানি দিচ্ছেন কৃষক। ছবিটি নওগাঁ সদর বাইপাস তুলসীগঙ্গা ব্রিজ এলাকা থেকে ৬ মার্চ তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ১০
তিস্তা পারে নদীজীবন। ছবিটি ৩ মার্চ রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
৮ / ১০
ঐতিহাসিক ৭ মার্চে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজেও বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় কলেজ প্রাঙ্গণে নির্মিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ৭ মার্চের আনুষ্ঠানিক কার্যক্রম
ছবি: আজহার উদ্দিন শিমুল
৯ / ১০
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে। ৭ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর কবিতা, মুক্তিকামী বাঙালির জন্য অন্যতম দিকনির্দেশনা ও ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃত ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়
ছবি: হুমায়ুন কবির
১০ / ১০
তিস্তা পারে নদীজীবন। অল্প পানিতে মায়ের সঙ্গে ছোট্ট শিশুর খেলা। ছবিটি ৩ মার্চ রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে তোলা
ছবি: তুহিন ওয়াদুদ