নাগরিক ছবি

১ / ৯
সকালবেলা ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শব্দ কার না মন ছুঁয়ে যায়! হঠাৎ এ দুটি পাখিকে গাছের নিচে দেখতে পেয়ে মনটা আনন্দে ভরে গেল। ছবি না তুলে পারলাম না। একসময় আমাদের চারপাশে বিভিন্ন প্রজাতির পাখির দেখা মিললেও, এখন অনেক পাখি বিলুপ্তির পথে, যা আমাদের জন্য একটি অশনিসংকেত। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পাখি সংরক্ষণের কোনো বিকল্প নেই। তাই আসুন, আমাদের জন্যই পাখি রক্ষা করি। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার কাটাইখানা মোড় থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
২ / ৯
আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এ বনভোজন অনুষ্ঠিত হয় গতকাল শুক্রবার। সাভারের বিরুলিয়ায় কৃষিবিদ ওয়েস্ট ভিউ উদ্যানে আনন্দঘন পরিবেশে চমৎকার আবহাওয়ায় দারুণ জমে উঠেছিল এ বনভোজন। লাল রঙের টি-শার্ট, খোলা মাঠে খাওয়াদাওয়া, খেলাধুলাসহ নানা আনন্দ উপভোগ করেন নবীন ও প্রবীণেরা। মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক পর্ব ও খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। আশুলিয়াবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় নিয়ে আয়োজন করা হয় এই বনভোজন ও মিলনমেলার
ছবি: মো. রাকিবুল হাসান
৩ / ৯
ধরায় এসেছে বসন্ত। সগর্বে গাছে গাছে উঁকি মারছে কচি পাতা। ঝরে পড়ছে শুকনা পাতা। ফুরিয়েছে তাদের প্রয়োজন। রবীন্দ্রনাথ আক্ষেপ করেই বলেছিলেন, ‌‌‘ঝরা পাতা গো, আমি তোমারই দলে’। প্রকৃতিকে গভীরভাবে ভালোবাসতেন বলেই হয়তো কবি সেদিন ঝরা পাতার কান্না শুনতে পেয়েছিলেন, জানিয়েছিলেন সমবেদনা। ছবিটি সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে তোলা
ছবি: আজাহার ইসলাম
৪ / ৯
ফাগুনে আগুন লাগা বনে পলাশ ফুল। সম্প্রতি সিরাজগঞ্জের যমুনা সেতুসংলগ্ন ইকো পার্ক থেকে ছবিটি তোলা
ছবি: সজীব খান রিগান
৫ / ৯
করোনা মহামারিতে সবকিছু থেমে থাকলেও বসন্ত থেমে নেই। বসন্ত যেন আপন গতিতে চলমান থেকে হাজারো ফুলের সৌরভে সুরভিত করেছে বাংলার প্রকৃতিকে। হাজার ফুলের মধ্যে তেমনি ফলের রাজা, আমের মুকুলের ঘ্রাণেও সুরভিত হয়েছে বাংলাদেশ। এখন শুধু পরিপক্ক ফলের অপেক্ষা
ছবি: মো. জাফর আলী
৬ / ৯
গমের খেতে পাক এসেছে। মনে হচ্ছে মাঠে সোনা ফলেছে, যা দেখে আশায় বুক বাঁধছেন কৃষক। প্রমাদ গুনছেন ফসল কাটার। ছবিটি সম্প্রতি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা থেকে তোলা
ছবি: রোকনুজ্জামান রায়হান
৭ / ৯
প্রকৃতি সেজেছে তার আপন রূপে। পলাশ ফুল জানান দিচ্ছে বসন্তের আগমনের। সোনাপুর, মৌলভীবাজার
ছবি: শারমিন আক্তার স্মৃতি
৮ / ৯
বসন্তের ম–ম গন্ধে মাতাল করে জাম্বুরার টক–মিষ্টি ঘ্রাণের ফুলেরা। চরকলোনি সড়ক, বরগুনা, ৫ মার্চ
ছবি: বদরুল ইসলাম
৯ / ৯
বসন্ত এসে গেছে। আজ বসন্তের গোধূলিলগ্নে ও সূর্যের সঙ্গে সাদাকালো আকাশটার মেলবন্ধন উপভোগ করার মতো! ছবিটি কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর বলদিয়ার সাধুবাজার থেকে তোলা
ছবি: সোহানুর রহমান সোহাগ