নাগরিক ছবি

১ / ১২
সবাই মিলে পুকুরে পানি ছেঁকে মাছ ধরার দৃশ্য এখন আর সচরাচর দেখা যায় না। কিছু কিছু জায়গায় এখনো অনেকে হাঁটুকাদায় নেমে আনন্দ করে মাছ ধরে। ছবিটি নাটোরের বড়াইগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: তানিউল করিম জীম
২ / ১২
গাছে গাছে শুভ্রতা ছড়াচ্ছে শজনে ফুল। কিছুদিনের মধ্যে শজনে ফুল থেকে ডাঁটায় পরিণত হবে। তরকারি হিসেবে খাওয়ার উপযোগী হবে শজনে। গতকাল বুধবার নওগাঁর সাপাহার উপজেলার মানিকুড়া এলাকা থেকে ছবিটি তোলা
ছবি: গোলাপ খন্দকার
৩ / ১২
বসন্তের বাতাসে দুলছে গণস্বাস্থ্য লেকের জলরাশি। লেকের মাঝে বেঁধে রাখা হয়েছে পালবিহীন নৌকা। চারপাশে ফুটছে নাম না-জানা বাহারি ফুল। ৩ মার্চ ছবিটি তোলা
ছবি: মো. রাকিবুল হাসান
৪ / ১২
মাছ ধরার জন্য জেলেরা ব্যবহার করেন এই ডিঙি। রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, ২ মার্চ
ছবি: সবুজ সরকার
৫ / ১২
করোনার কারণে কমবেশি সবাই বাসায় বন্দী সময় কাটিয়েছেন। কেউবা আবার এই বন্দী সময়কে কাজে লাগিয়ে ছাদবাগান গড়ে তুলেছেন। সেই বাগানের পরিচর্যা চলছে। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া থেকে তোলা
ছবি: আহনাফ তাহমিদ নাঈম
৬ / ১২
শিশুটির নাম হানিফ মিয়া। পড়ে তৃতীয় শ্রেণিতে। পাশাপাশি পরিবারকে সাহায্য করার জন্য নানান কাজ করে থাকে সে। সেই কাজের ধারাবাহিকতায় মাটি বহনের কাজ করছে। সে নিজের সামর্থ্যের চেয়ে অতিরিক্ত মাটি বহন করছে। আইএলওর বিধিনিষেধের পরও বাংলাদেশে শিশুশ্রম আছে। শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং শিশুশ্রম বন্ধ করতে হবে। ছবিটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চত্রংপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৭ / ১২
আমাদের জাতীয় ফল কাঁঠাল। গুণে ও স্বাদে বৈচিত্র্যময় ফল এটি। দেয়ালের কোণ ঠেসে বেড়ে ওঠা কাঁঠালগাছে অপরিপক্ব কাঁঠাল ও কাঁঠালের মুকুল। ভোলার চরফ্যাশন থেকে সম্প্রতি ছবিটি তোলা
ছবি: হাসান মাহমুদ শুভ
৮ / ১২
বাংলাদেশের অন্যতম পরিবেশবাদী সংগঠন ‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’ যশোর শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে যশোরের কেশবপুরে পালিত হয়েছে বিশ্ব বন্য প্রাণী দিবস ২০২১
ছবি: মোসাব্বির হোসাইন
৯ / ১২
লালমনিরহাটের মেয়ে নৃত্যশিল্পী জ্যাকলিন কাব্যর লেখা ‘কাব্যজয়’ বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদ পুরোনো অডিটোরিয়াম হলরুমে মোড়ক উন্মোচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। ‘কাব্যজয়’ বইয়ের মোড়ক উন্মোচন করেন কবি সরোজ দেব
ছবি: হাসানুজ্জামান হাসান
১০ / ১২
সূর্যাস্ত। ঘরে ফিরছে নৌকা। মনোরম এই দৃশ্য রাজশাহীর পদ্মাপাড় এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: রোকনুজ্জামান রায়হান
১১ / ১২
সূর্যাস্ত। রাতারগুল, সিলেট। ছবি সম্প্রতি তোলা
ছবি: রফিকুল ইসলাম রেজা
১২ / ১২
ভাঁটফুল, গ্রামগঞ্জের মানুষদের কাছে অতিপরিচিত। বসন্তকালে গ্রামের আনাচকানাচে, উঁচু টিলা, পরিত্যক্ত মাঠ বা জমি এবং রেললাইনের দুপাশে এ ফুল ফুটে থাকতে দেখা যায়। এ ফুলের সুগন্ধ না থাকলেও নিজস্ব একটা ঘ্রাণ আছে। সবুজ পাতার ভেতর দিয়ে উঁকি দিয়ে এ ফুল তার সৌন্দর্যের জানান দেয়। ছবিটি সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান