তেভাগার প্রাণপুরুষ গুরুদাস তালুকদার বইয়ের প্রকাশনা উৎসব

‘তেভাগার প্রাণপুরুষ গুরুদাস তালুকদার’ সম্পাদনা গ্রন্থটির প্রকাশনা উৎসবে অতিথিরা।
ছবি: সংগৃহীত

‘তেভাগার প্রাণপুরুষ গুরুদাস তালুকদার’ সম্পাদনা গ্রন্থটির প্রকাশনা উৎসব ২ জানুয়ারি সন্ধ্যায় কাটাবন টাঙ্গন প্রকাশন অফিসে অনুষ্ঠিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেন তরুণ কবি ও গবেষক অজয় কুমার রায়। এ বইয়ের গুরুদাস তালুকদারের সংগ্রামী জীবনের কথা তুলে ধরা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক শফিক হাসান, রণজিত সরকার, বঙ্গ রাখাল, কিংসউদ, দেবজ্যোতি রুদ্র, সঙ্গীতা সরকার ও সোহেল আহমেদ।

পাঠ আলোচনায় শফিক হাসান বলেন, ইতিহাসের পরম্পরায় যেসব মানুষের আন্দোলন-সংগ্রামে গঠিত আজকের বাংলাদেশ, তাঁদের স্মরণ করতে হবে নিজেদের প্রয়োজনেই। এঁদের কীর্তি নিবেদন স্মরণ করেই নিতে হবে দেশপ্রেমের দীক্ষা। অতীতকে ফিরে দেখতে হবে বারবার, প্রত্ন খননের মতো।

কবি কিংসউদ বলেন, বইটি সময়ের দাবি মিটিয়েছে। গুরুদাস তালুকদারের ব্যাপক পঠন-পাঠন জরুরি।

গুরুদাস তালুকদার ছিলেন তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। ব্রিটিশবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বইটির সম্পাদক অজয় কুমার রায় বলেন, তেভাগা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য বর্তমান বাংলাদেশের নতুন প্রজন্ম সেভাবে জানে না। সে প্রেক্ষাপটে বর্তমান প্রজন্মের তেভাগা আন্দোলন যে কৃষক আন্দোলন ছিল চল্লিশ দশকের, সেটা জানতে ও বুঝতে এ গ্রন্থটি সহায়ক ভূমিকা পালন করবে। বইটিতে ১৮টি প্রবন্ধ-নিবন্ধ, ১২টি কবিতা ও ১টি সাক্ষাত্কার। প্রচ্ছদ করেছেন সোহেল আহমেদ, মূল্য ৩৩০ টাকা।