শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর হয় না কেন

শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী পাঁচটি শর্তের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করা হয়। শর্তগুলো হলো শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যু করা ছবিযুক্ত হালনাগাদ বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বেসরকারি বাসে চলাচলের ক্ষেত্রে শিক্ষার্থীরা এ হাফ ভাড়া (কনসেশনকৃত ভাড়া) দেওয়ার সুযোগ পাবেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এ হাফ ভাড়া প্রযোজ্য হবে না ও দূরপাল্লার বাসে হাফ ভাড়া কার্যকর হবে না।

ওপরের সব শর্ত পূরণ করেও বাস্তবে হাফ ভাড়া গণপরিবহনে কার্যকর হয় না। এর প্রত্যক্ষ প্রমাণ কুষ্টিয়া-খুলনা রুটের চলা একটি বাস সার্ভিসে। কুষ্টিয়া শহর থেকে ২৪ কিলোমিটার ও ঝিনাইদহ শহর থেকে ২২ কিলোমিটার দূরত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিসের পাশাপাশি স্বল্পসংখ্যক শিক্ষার্থী এ রুটের বাসে চড়ে ক্যাম্পাসে যাতায়াত করেন। তবে হাফ ভাড়া দিয়ে যাতায়াতের সুযোগ পান না তাঁরা। উল্টো হাফ ভাড়া দিতে গেলে শিক্ষার্থীকে লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

  • লেখক: মাসুম শাহরিয়ার, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়