পাঠকের ছবি

১ / ৬
গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীতে মাছ ধরছেন এক জেলে। গ্রামবাংলার এ এক অপরূপ সৌন্দর্য। ছবিটি সম্প্রতি রংপুর পীরগঞ্জের নখারপাড়া গ্রাম থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান
২ / ৬
দেয়ালে বেড়ে উঠছে বটগাছের চারা। ছবিটি সম্প্রতি রাজশাহী নগরের আলুপট্টি এলাকা থেকে তোলা
ছবি: সবুজ সরকার
৩ / ৬
‘রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাতা। সম্মুখে তার ঘোর কুজঝটি মহা-কাল-রাত পাতা।’ পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘পল্লী জননী’ কবিতার অংশ বিশেষ এটি। গভীর রাতে অধিকাংশ মানুষ যখন ঘুমিয়ে থাকে হাসপাতালগুলোতে, তখনো মায়েরা জেগে থাকেন অসুস্থ স্বজনের মাথার পাশে। এমন রাত যেন না আসে কখনো। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা
ছবি: সুকান্ত দাস
৪ / ৬
বারান্দায় সযত্নে লালিত গাছে ফুটেছে ‘ঝুমকো জবা’। মাজার রোড, মিরপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৫ / ৬
চারদিকে পানি, মাঝখানে কয়েকটি বাড়ি। দূর থেকে তাকালে মনে হয়, হাওরের মধ্যে ছোট্ট একটি দ্বীপ। আর সেই দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে একটি বাতিঘর। এ বাতিঘরের আলো দেখেই রাতে সমুদ্রের নাবিকেরা দিকনির্দেশনা পেয়ে থাকেন অথবা সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিকেরা সতর্ক হয়ে থাকেন। ছবিটি সম্প্রতি সিলেটের কেন্দ্রীয় কারাগারের পাশ থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসেন
৬ / ৬
তীব্র গরমে পুড়ছে জনপদ, মাঠ-ঘাট ও শস্যের খেত। কোথাও স্বস্তির বাতাস নেই। সর্বত্র গরম আর গরম, কখনো প্রচণ্ড, আবার কখনো ভ্যাপসা গরম। এ গরমে অনেকে পুকুরে নেমে সময় কাটায় একটু প্রশান্তির খোঁজে। এমনই দৃশ্য লক্ষ করা গেছে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল–সংলগ্ন পুকুর ঘাটে
ছবি: আর এম রিফাত