পাঠকের ছবি

১ / ৭
বয়সের ভারে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে গাছগুলো। তবু মেঘাচ্ছন্ন আকাশের কাছে যেন বাঁচার আকু‌তি জানাচ্ছে! ছ‌বি‌টি সম্প্রতি তোলা, সরকা‌রি বাঙলা কলেজ, ঢাকা
ছ‌বি: এ বি আরিফ
২ / ৭
বেলা ফুরানোর আগে কলাগাছের ভেলায় করে মাছ ধরতে জাল ফেলছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি রংপুর পীরগঞ্জের বড়বিলা থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৩ / ৭
‘সাইক্লিং করি, সুস্থ থাকি’ প্রতিপাদ্য নিয়ে দৈনিক ১০০ কিলোমিটার সাইক্লিংয়ের ১০০তম রাইড সম্পূর্ণ করলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সুপ্রিয় পাল। সম্প্রতি ছবিটি তোলা
ছবি: মান্না দাস
৪ / ৭
ব্রহ্মপুত্রে গোসল করছে শিশুরা। হাতিয়া, উলিপুর, কুড়িগ্রাম, ১৪ আগস্ট
ছবি:হারুন অর রশিদ
৫ / ৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে উৎসবমুখর রাখা, ঋতুভিত্তিক জাতীয় উৎসব উদ্‌যাপন এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি উৎসবের মাধ্যমে তুলে ধরার লক্ষে ১ম বর্ষের একদল তরুণ ও উদ্যমী শিক্ষার্থীর মাধ্যমে গঠিত হয় ‘টিম উৎসব’ নামের একটি সংগঠন। ২০১৯ সালের শেষের দিকে টিম উৎসবের যাত্রা শুরু হলেও ২০২০ সালের ফেব্রুয়ারিতে চা–উৎসব আয়োজনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে সংগঠনটি
ছবি: তানিউল করিম জীম
৬ / ৭
ব্যস্ত শহরে একটু প্রশান্তি সবাই আশা করে...। গুলশান, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নিলয় কুমার পাল
৭ / ৭
জেলেদের মাছ শিকার। ছবিটি নওগাঁর লিটন ব্রিজ থেকে গত শুক্রবার তোলা
ছবি: ইউনুস আলী ফাইম