পাঠকের ছবি

১ / ৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জয়মঙ্গল গ্রামে সম্প্রতি আয়োজন করা হয় বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু
ছবি: ইয়াছির আরাফাত সবুজ
২ / ৬
সব সূর্যাস্তের একটা আলাদা সৌন্দর্য থাকে। গ্রামীণ সূর্যাস্তের প্রকাশ ভিন্ন হয়। তাই বলে শহুরে জীবনের সূর্য অস্ত যাওয়া দেখতে কেউ ভুল করে না। আবার বিশ্বের বিভিন্ন দেশে প্রকৃতিভেদে সূর্যাস্তও বিভিন্ন হতে পারে। ভারতের নয়াদিল্লির লাজপত নগর মেট্রোরেল স্টেশন থেকে সূর্য অস্ত যাওয়ার স্থিরচিত্রটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ৬
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কাজে বেরিয়ে পড়েছেন তাঁরা। শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২৩ অক্টোবর
ছবি: আবদুল আহাদ ঈশান
৪ / ৬
গ্রামের পথ দিয়ে ডারকি হাতে মাছ ধরতে যাচ্ছে এক বালক। রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাসুদার রহমান
৫ / ৬
নীল আকাশের বুকে যেন মনের বার্তা প্রকাশ করছে দুটি শান্তির প্রতীক। আদিম যুগের তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম ছিল কবুতর। আদমদীঘি, বগুড়া, ২১ অক্টোবর
ছবি: নিলয় কুমার পাল
৬ / ৬
আলুর বীজ রোপণ করছেন কৃষিশ্রমিকেরা। ছবিটি বগুড়া সদর উপজেলার শাখারিয়া থেকে সম্প্রতি তোলা
ছবি: আরিফ শেখ