পাঠকের ছবি

১ / ৬
ছুটিতে মানুষ ঘুরতে যেতে চায়। বান্দরবানে অবস্থিত মেঘলা এমন একটি পর্যটন এলাকা। একটু অবসর পেলেই ছুটে যায় এমন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানে। ছবিতে বান্দরবানে ঝুলন্ত ব্রিজে পর্যটকদের আনাগোনা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
২ / ৬
অটোরিকশাটি রাস্তা থেকে চালকসহ উল্টে পাশের খাদে পড়ে যায়। এলাকার লোকজনের সহযোগিতায় রাস্তায় ওঠানোর চেষ্টা। ছবিটি নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৩ / ৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ দিনব্যাপী অনুষ্ঠানে আড্ডা, ক্যাম্পাসের আনাচকানাচে ঘুরে বেড়িয়ে সময় কাটান প্রবীণেরা। ক্যাম্পাসে ফেরাকে বহুদিন পর নিজ ঘরে ফেরার মতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই
ছবি: মুরতুজা হাসান
৪ / ৬
আর কয়দিন পরই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে সারা দিন রোজা রাখার পর ইফতারে খেজুর খায় অনেকে। আর তাই এ সময়টাতে বেড়ে যায় খেজুরের চাহিদা। সে কথা মাথায় রেখেই মৌসুমি ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের খেজুরের পসরা সাজিয়ে বসেছেন। ছবিটি কারওয়ান বাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: ইলিয়াস উদ্দিন
৫ / ৬
সিলেটের গোলাপগঞ্জে অনুষ্ঠিত হলো ‘আইসিটি অলিম্পিয়াড’
ছবি তুলেছেন: ডি এইচ মান্না
৬ / ৬
জমিতে চাষ করা হলুদ প্রক্রিয়াজাত করার আগে তাকে সেদ্ধ করতে হয়। গ্রামের মানুষ হলুদ সেদ্ধ করার প্রক্রিয়া অনেকটা ধান সেদ্ধের নিয়মেই করে থাকেন। উঠানে চুলা বানিয়ে বড় পাত্রে হলুদ সেদ্ধের সংস্কৃতি বহু আগ থেকেই প্রচলিত আছে গ্রামে। ছবিতে এক গৃহবধূ কাঁচা হলুদ সেদ্ধ করছেন। ছবিটি কুমিল্লা সদর দক্ষিণের সুয়াগাজীর লামপুর গ্রামের ছাদেক মিয়ার বাড়ি থেকে তোলা
ছবি: দেলোয়ার হোসেন