পাঠকের ছবি

১ / ৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো হলটি। চারদিকে বিভিন্ন প্রজাতির গাছে মনমাতানো এক সুন্দর দৃশ্য বিরাজমান। গোধূলিলগ্নে সূয্যিমামার উঁকিতে আরও বৈচিত্র্যময় করে তুলেছে হলটির সৌন্দর্য
ছবি: মো. নিয়ামতুল্লাহ
২ / ৮
‘আর কত মায়ের বুক খালি হবে, আর কত পথ রক্তাক্ত হবে’—এই স্লোগানে ৪ জুন সকাল ১০টা থেকে দিনব্যাপী কলাতিয়া ও কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যু এড়াতে ও নিরাপত্তার দাবিতে কেরানীগঞ্জে আটি ভাওয়াল উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও কলাতিয়া ড্রিম প্লাজার সামনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কলাতিয়া-মোহাম্মদপুর রাস্তাটি যেন একটি মৃত্যু উপত্যকা
ছবি: কাজী আনিস
৩ / ৮
সারি সারি ছোট নৌকা ঘাটে বেঁধে রেখেছেন জেলেরা। সন্ধ্যা নামলেই জাল নিয়ে কেউবা আবার সুতায় বড়শি গেঁথে মাছ ধরতে যমুনা নদীতে বেরিয়ে পড়বেন। যমুনা নদীর বেড়িবাঁধ, এনায়েতপুর, চৌহালী, সিরাজগঞ্জ, ৪ জুন
ছবি সোহেল চৌধুরী রানা
৪ / ৮
শান্ত প্রকৃতি। ছবিটি পাবনার নগরবাড়ী এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: সৌরভ
৫ / ৮
নীল আকাশের নিচে মৃদু হাওয়ায় শান্তভাবে বয়ে চলেছে ব্রহ্মপুত্র নদ। প্রকৃতির এমন দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ, ৫ জুন
ছবি: মো. আবদুল্লাহ তালুকদার রাতুল
৬ / ৮
মানবতা আর দুই আত্মা এক এখানে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোহাম্মদ রায়হান
৭ / ৮
বৃষ্টিভেজা নরম ঘাস ও মাটির নিচ থেকে ওঠা পোকামাকড় সন্ধান। ছবিটি নওগাঁ পৌরসভার ভবানীপুর থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৮ / ৮
গ্রীষ্মে তালের শাঁস খুবই জনপ্রিয় একটি খাবার। বিক্রেতা শাঁস কেটে সারতে পারছেন না, ক্রেতারা দাঁড়িয়ে আছেন শাঁস নিতে। রেলগেট এলাকা, সান্তাহার, বগুড়া, ৪ জুন
ছবি: নেহাল আহম্মেদ প্রান্ত