ক্যালেন্ডারের পাতায় চৈত্র মাস এলেও প্রকৃতিতে চলছে শীতকাল। বারুল, সোনাইমুড়ী, নোয়াখালী, ৮ চৈত্র, ২২ মার্চছবি: মাহমুদা নিপু
২ / ৭
বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের ‘১৪তম ফার্মা উইক ২০২২’–এর প্রস্তুতি পর্বে চলছে আলপনার সাজসজ্জা। ২২ মার্চছবি: কাব্য সাহা।
৩ / ৭
স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রবাদির ক্রয়-বিক্রয় চলছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার উমরপুর বাজার থেকে তোলাছবি: মাসুদার রহমান
৪ / ৭
কক্সবাজার, সেন্টমার্টিন ছাড়িয়ে এখন ময়লা–আবর্জনা জমা হচ্ছে ছেঁড়াদ্বীপেও। সচেতন না হলে অচিরেই হারিয়ে যাবে আমাদের এ দ্বীপ। ছেঁড়াদ্বীপ, সেন্টমার্টিন। ছবিটি সাম্প্রতি তোলাছবি: নওসাদ আল সাইম
৫ / ৭
শীতের জীর্ণতা ভুলে নবপত্র–পুষ্প–পল্লবে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তোলা হয়েছেছবি: মাহফুজুর রহমান।
৬ / ৭
চলে যায় বসন্তের দিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণের সড়ক এই এক কিলোমিটার রাস্তা। বছরের ছয় ঋতুতে এই সড়কের দৃশ্য পরিবর্তিত হয়। বসন্তের দিনে পাতা ঝড়ার দৃশ্যে চোখ আটকে যায়। ছবিটি সম্প্রতি তোলাছবি: দেলোয়ার হোসেন
৭ / ৭
দিনের শেষে সূর্য অস্তের সঙ্গে সন্ধ্যা নামছে। কাঠাগড়, পীরগঞ্জ, রংপুর, ১৭ মার্চছবি: মাসুদার রহমান