পাঠকের ছবি

১ / ৮
একসময় নিয়মিত খোলা হলেও, এখন আর খোলা হয় না এই বাক্স। একসময় এই বাক্সে জমা হতো মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-ভালোবাসার কথা। তবে সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নয়নে এগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তাই তো আবেগ-ভালোবাসার বাক্সে এখন ধূলিকণা বাসা বেঁধেছে। সম্প্রতি ছবিটি কুষ্টিয়া শহরের কলেজ মোড় থেকে তোলা হয়েছে
ছবি: হাসানুর রহমান
২ / ৮
জীবনযুদ্ধের ক্লেশ টানতে নিজেই হাল ধরেছে বাবার অভিপ্রায়ে। খরিদ্দার না সময় অতিবাহিত হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ছবিটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: রাকিবুল ইসলাম
৩ / ৮
পাখিদের আবাসস্থল গাছটির সব পাতা ঝরে গেছে। তাই হয়তো পাখিগুলো ভাবছে, এখন অন্য কোনো গাছে তাদের নতুন বাসা বানাতে হবে। কারও সঙ্গী আছে আবার কেউ একা, তবু তারা হতাশ নয়। হতাশ হয়ে যাই কেবল আমরা মানুষেরা। সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মফিজ লেক থেকে ছবিটি তোলা হয়েছে
ছবি: হাসানুর রহমান।
৪ / ৮
আগে চারপাশে পাখির ভয়হীন বিচরণ দেখা গেলেও, এখন তেমন দেখা যায় না। পাখির কূজনে চারপাশ মুখর থাকত একটা সময়। আমাদের রূঢ় আচরণে পাখির কিচিরমিচির শব্দ এখন কদাচিৎ শোনা যায়। আজ রুমের সামনে বসে আছি, এমন সময় গাছের ডালে এসে বসে পাখি দুটি। সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী
ছবি: মারুফ হোসেন
৫ / ৮
গোধূলিলগ্নে প্রকৃতি সেজেছে হলুদাভ রঙে। অপরূপ সৌন্দর্য চোখে এনেছে স্নিগ্ধতা, মনকে করেছে পুলকিত। কালাইহাটা, গাবতলী, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাহমুদা টুম্পা
৬ / ৮
বাইকের তেলের ট্যাংকি ছিদ্র। তাই বোতলে করে তেল ভরে ট্যাংকির সঙ্গে বেঁধে বাইক চালাচ্ছেন বাইকমালিক। নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর থেকে ছবিটি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান।
৭ / ৮
বহমান স্রোতে থেমে থাকা জীবন। ডাকাতিয়া, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ৮
বেদে সম্প্রদায় মানুষের আবাসস্থল। তারা প্রতিনিয়ত রোদ-ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সংগ্রাম করে জীবন-জীবিকা নির্বাহ করছে। সম্প্রতি ছবিটি রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের পাশে কুষ্টিয়ার হাউজিং থেকে তোলা হয়েছে।
ছবি: হাসানুর রহমান