একসময় নিয়মিত খোলা হলেও, এখন আর খোলা হয় না এই বাক্স। একসময় এই বাক্সে জমা হতো মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-ভালোবাসার কথা। তবে সময়ের পরিবর্তনে প্রযুক্তির উন্নয়নে এগুলোর প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। তাই তো আবেগ-ভালোবাসার বাক্সে এখন ধূলিকণা বাসা বেঁধেছে। সম্প্রতি ছবিটি কুষ্টিয়া শহরের কলেজ মোড় থেকে তোলা হয়েছেছবি: হাসানুর রহমান