নাগরিক ছবি

১ / ১৫
বোরো ধান কাটার পর খেত থেকে ভ্যানগাড়িতে করে ধানের আঁটি বোঝাই করে বাড়ি ফিরছিলেন জয়নাল মিয়া। শুধু তা–ই না, সেই ভ্যানগাড়ি ঠেলতে সহযোগিতা করছে তার দুই শিশুপুত্র আবুল হোসেন আর নূর হোসেন। ছবিটি গত শনিবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
২ / ১৫
পড়ন্ত বিকেল। পশ্চিম গগনে রক্তিম সূর্যে ফুটে ওঠে সন্ধ্যার হাতছানি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে সম্প্রতি তোলা
ছবি: কারিমুল হাসান
৩ / ১৫
করোনাকে ভয় না করে গাইবান্ধার ফুলছড়ির ৩ নম্বর উদাখালী ইউনিয়ন পরিষদে ঈদ উপহার ভিজিএফ এবং জিআরের ৪৫০ টাকা দেওয়া হচ্ছে। নেই কোনো সামাজিক দূরত্বের বালাই। মাস্ক আছে মুখে, সেই মানুষের সংখ্যাও কম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: শাকিল আহম্মেদ
৪ / ১৫
মালিরটেক-বাগবাড়ী সেতুর দুপাশে সংযোগ সড়ক না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। বাগবাড়ী, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৬ মে
ছবি: রাসেল আহমেদ
৫ / ১৫
এখন ধান কাটার মৌসুম। গ্রামের গেরস্তবাড়ির উঠানগুলোয় চলছে বোরো ধান মাড়াইয়ের কাজ। তাই মেঠোপথগুলোয় হরহামেশাই চোখে পড়ে ছোট–বড় ধান মাড়াই মেশিন। তেমনি ধান মাড়াই শেষে বাবা সেলিম মিয়া জিরিয়ে নিচ্ছেন স্থানীয় বাজারে। এ ফাঁকে ছেলে ইসমাইল হোসেন তার যতটুকু শক্তি আছে, তা দিয়ে একটু একটু করে আরেক গেরস্তবাড়িতে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে মাড়াই মেশিন গাড়িটিকে। ছবিটি গত শুক্রবার দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৬ / ১৫
করোনা মহামারিতে দুর্ভোগে থাকা শতাধিক অসহায়-দুস্থ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগে এ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়
ছবি: এস এম মনজুর মোর্সেদ
৭ / ১৫
প্রকৃতিই প্রাণের স্পন্দন। প্রকৃতিকে ঘিরেই বেঁচে থাকার মূলমন্ত্র। সবুজ মানেই প্রকৃতি। প্রকৃতি মানেই প্রাণ। প্রকৃতি না থাকলে মানুষ থাকবে না। জন্ম থেকে মৃত্যু অবধি প্রকৃতির সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রকৃতি ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। সবুজ–শ্যামল পরিবেশের অস্তিত্ব এখন সংকটে। অপরিকল্পিত নগরায়ণ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের কারণে আজ সবুজ প্রকৃতি হুমকির মুখে। বৈরী জলবায়ু বাংলাদেশে এখন বিরাজমান, যার দরুন সৃষ্টি হয়েছে অনাবৃষ্টির মতো দুর্যোগ। অনাবৃষ্টির মতো কঠিন দুর্যোগ থেকে রক্ষা পেতে সবুজের সমারোহ সৃষ্টি করতে হবে। লালমাই চণ্ডীমন্দিরের ওপর থেকে, লালমাই, বরুড়া, কুমিল্লা
ছবি: এস এম শাহাদাত হোসেন
৮ / ১৫
স্বেচ্ছাসেবক সংগঠন মানবসেবা ট্রাস্টের আয়োজনে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ছিন্নমূল মানুষের কাছে যেন বন্ধু হয়ে উঠেছে মানবসেবা ট্রাস্ট সংগঠনটি। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ৭ মে
ছবি: রাব্বি হাসান
৯ / ১৫
কৃষক বাঁচলে বাঁচবে দেশ। কিন্তু সেই কৃষকই যখন মরার পথে, তখন কি আর দেশ বাঁচার উপায় থাকে। বলছিলাম সাম্প্রতিক অনাবৃষ্টির প্রভাবের কথা। ফরিদপুর অঞ্চলে প্রচুর পাট জন্মে। অনাবৃষ্টির ফলে এই পাটগুলোয় পোকা লেগেছে। পোকাগুলো ঠিকই এভাবে প্রতিটি পাটের কচি ডগা কেটে দিচ্ছে। এ কারণে পাটগুলো বড় হওয়ার সম্ভাবনা এখানেই শেষ হচ্ছে। একই সঙ্গে ভেঙে চুরমার হচ্ছে কৃষকের স্বপ্ন। এ ছবিটি যেন পুরো মাঠের প্রতিচ্ছবি। এ সমস্যার সমাধানকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা অতি জরুরি। গৌরীপুর, বোয়ালমারী, ফরিদপুর, ৭ মে
মো. বিল্লাল হোসেন
১০ / ১৫
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। গত শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার তিন শতাধিক পরিবারকে উপহারসামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ১টি করে লাচ্ছা সেমাইয়ের প্যাকেট। এর আগে করোনার শুরুতে সংগঠনটি দুই দফায় খাদ্যসহায়তা প্রদান করে
ছবি: মো. মিরাজুল আল মিশকাত
১১ / ১৫
কিশোরগঞ্জে করোনা রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন ব্রিগেড। গত শুক্রবার এ মানবিক সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর আগে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সৌজন্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০৬ জন শ্রমজীবী, শারীরিক প্রতিবন্ধী ও দুস্থ নারী-পুরুষের মধ্যে ঈদের উপহারসামগ্রী বিতরণ করা হয়। ছবিটি জেলা শহরের টেনিস গ্রাউন্ড থেকে ৭ মে তোলা
ছবি: মো. মনির হোসেন
১২ / ১৫
মাগুরার পুলুম বাজারে একটি ছোট পুকুরে ডুব দেওয়ার পরে গাছের ডালে বসে আছে পাখিটি। সুন্দর এ পাখি গাছে বাসা তৈরি করে
ছবি:  তুষার আবদুল্লাহ
১৩ / ১৫
রাস্তার অপব্যবহার! গ্রামেগঞ্জে দেখা যায়, ছোট-বড় প্রায় সব রাস্তাই চাষিদের দখলে। অধিকাংশ রাস্তার ওপর ধান মাড়াই, ভুট্টা মাড়াই, পাট ও পাটকাঠি শুকানো, ধানের খড় শুকানোসহ খড় ও পাটকাঠির গাদা তৈরি করা হচ্ছে। আর ধান, ভুট্টা ও পাটে একাকার হয়ে আছে রাস্তার দুই-তৃতীয়াংশ জায়গা। ডামুড্যা, শরীয়তপুর, ৭ মে
ছবি: হাসান সিকদার
১৪ / ১৫
মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আফ‌রোজা ইভা
১৫ / ১৫
হঠাৎ করোনা মহামারির প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই ট্রেন চলাচল বন্ধ। আর এ সুযোগকেই কাজে লাগিয়েছেন ভাসমান কিছু ফলবিক্রেতা। তাঁরা রেললাইনের ওপরেই বসে পড়েছেন পসরা সাজিয়ে। তাঁরা নিশ্চিত, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত রেললাইন নিরাপদ। তবে মাঝেমধ্যে হুট করেই রেলওয়ে মনিটরিং টিমের ট্রলি, ক্রেন, ইঞ্জিন ইত্যাদি চলে আসে। তখন আবার দৌড়ে সরে পড়তে হয় তাঁদের। ছবিটি গত শনিবার রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং থেকে তোলা
ছবি: তুফান মাজহার খান