রাস্তার অপব্যবহার! গ্রামেগঞ্জে দেখা যায়, ছোট-বড় প্রায় সব রাস্তাই চাষিদের দখলে। অধিকাংশ রাস্তার ওপর ধান মাড়াই, ভুট্টা মাড়াই, পাট ও পাটকাঠি শুকানো, ধানের খড় শুকানোসহ খড় ও পাটকাঠির গাদা তৈরি করা হচ্ছে। আর ধান, ভুট্টা ও পাটে একাকার হয়ে আছে রাস্তার দুই-তৃতীয়াংশ জায়গা। ডামুড্যা, শরীয়তপুর, ৭ মেছবি: হাসান সিকদার