ঢাকায় ব্রিটিশ ব্যবসায়ী গ্রেপ্তারের প্রতিবাদে লন্ডনে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

ঢাকায় গ্রেপ্তার হওয়া সাত বিনিয়োগকারী ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের গ্রেপ্তারের প্রতিবাদে লন্ডনে সংবাদ সম্মেলন করেছে ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ইউকে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই) ও বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। গত বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুই সংগঠনের নেতারা অবিলম্বে সাত ব্যবসায়ীর মুক্তিসহ প্রাথমিক পর্যায়ে পাঁচ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে—১. প্রবাসী সাত ব্যবসায়ীর নিঃশর্ত মুক্তি; ২. গ্রেপ্তারের সুষ্ঠু তদন্ত; ৩. দেশে বিনিয়োগকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা; ৪. হয়রানির উদ্দেশ্যে প্রবাসীদের ওপর অযথা মামলা না করা; এবং ৫. বাংলাদেশে প্রবাসীদের ওপর দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইউকেবিসিসিআইয়ের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মাওলা মিয়া, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই, বিসিএ প্রেসিডেন্ট এম এ মুনিম ওবিই ও ফরহাদ হোসেন টিপু।

গত ২১ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফ ইনস্যুইরেন্সের সাত পরিচালক জামাল মিয়া, কামাল মিয়া, আবদুল হাই, আবদুল আহাদ, আবদুর রাজ্জাক, জামাল উদ্দিন মকদ্দস ও আবদুর রব কোম্পানির বার্ষিক বোর্ড মিটিংয়ে অংশ নিতে বাংলাদেশে যান। মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয় থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

মাগুরা জেলায় চার গ্রাহক হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স থেকে তাদের বিমার টাকা ফেরত না পেয়ে মামলা করলে আদালত ইনস্যুরেন্স কোম্পানির সাত পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সাত ব্যবসায়ীর জামিনের জন্য আবেদন করা হলেও প্রথমবার জামিন দেননি আদালত। পরে গত বৃহস্পতিবার আদালত শর্ত সাপেক্ষে এ সাত ব্যবসায়ীকে জামিন দিয়েছেন।