প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

আজি তোমার সুপ্ত চৈতন্য 

জাগ্রত হলো হিয়ার মাঝে;
নব উদ্যমে জানতে আগ্রহী
কেন সুন্দর এই ধরণি?

কেন পৃথিবীর এত বৈচিত্র্য?
চারদিকে শুধু মৈত্রীর বন্ধন
কি সেই মহিমা?
যা আজ মোহিত করছে;
সকলের হৃদয়।

কি সেই মায়া?
যার জন্য আজ ক্রন্দনরোলে
ভাসছে কপোল;
কে সেই আবেগ?
যার মোহে বশীভূত হয়ে
ছুটছে মরীচিকার দিকে।

কি সেই দীপশিখা?
যা আজ আলোকিত
করছে বিশ্বময়।

*চন্দ্রধর প্রসাদ: সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী ।