বিবাহবিডি ডটকমের এক যুগ

ফাইল ছবি

ভার্চ্যুয়াল দুনিয়ায় বদলে যাচ্ছে অনেক সেবা। এর মধ্যে একটি ‘ম্যাট্রিমনিয়াল সার্ভিস’। সহজ বাংলায় যাকে বলা হয় ঘটকালি। এখন পাত্র ও পাত্রীর খোঁজ করতে হলে ঘটক না ধরলেও চলে। হাল দুনিয়ায় ঐতিহ্যগত এই সেবা স্থান করে নিয়েছে অনলাইন প্লাটফর্মে। গোটা দুনিয়ায় এ সার্ভিসের চাহিদা তুমুল। পাশের দেশ ভারতেও সেবাটি চালু হয়েছে ২৬ বছর আগে। আর বাংলাদেশে?

বাংলাদেশে এক যুগ আগে ম্যাট্রিমনি সার্ভিস চালু করেছে বিবাহবিডি ডটকম। এর মধ্যে সারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত পাত্র ও পাত্রীদের বিপুল তথ্যভান্ডার তৈরি করেছে এই পোর্টাল। বিবাহবিডি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মনওয়ার বলেন, ‘প্রতিষ্ঠানটির যাত্রা শুরু ২০০৮ সালে। আমরা আমাদের সেবাগুলো ক্রমেই উন্নত করছি। এখন কেবল হটলাইনে নয়, সারা দেশে প্রতিটি উপজেলায় একজন করে প্রতিনিধি নিয়োগ করার উদ্যোগ হাতে নিয়েছি। আশা করছি ২০২২ সালের মধ্যে প্রক্রিয়াটা শেষ হবে। গোটা প্রক্রিয়াটা করছি সম্পূর্ণ অনলাইনভিত্তিক। কাজটা শেষ হয়ে গেলে, আমাদের ভেরিফিকেশন সিস্টেম এবং সেবা দেওয়ার প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।’