বালুকাবেলায়

অলংকরণ: মাসুক হেলাল

বন্ধু নীলাঞ্জন ও জাপানি অতিথি সাতো-কে
নিয়ে চললাম সমুদ্র দেখার জন্য বঙ্গোপসাগরে

বালি আর নোনা জলের সাথে ছোট্ট একচালা ঘর
চারিদিকে নারিকেল আর সুপারি-ঘেরা সবুজ পাহাড়
আদিগন্ত সমুদ্র আর বালুকাবেলায় আবাল্য শৈশব।

হঠাৎ ঝুমঝুম শব্দে কে যায় রে,
আঁচল উড়িয়ে ঢেউর সাথে খেলা করে
কেন তারে! মনে পড়ে এমন দিনে
তার তারুণ্যের কালো চোখ দেখি

আজি হতে বহু দিন আগে সে,
পাহাড়ের সাথে মিলে চলে গেছে
বালি ফেনা নোনা পানিতে খেলাত,
উড়ল তার কালো চুল মেঘালয়ে

বন্ধু নীলাঞ্জন মিশেছে বালির ঘাসফুলের মাঝে,
কি আনন্দ গাছের ঢালে পিঠ এলিয়ে সাদা ফতুয়া
জাপানি সাতো একমনে করে সাদা কাগজে আঁকিবুঁকি।
বালি আর নোনা জলের সাথে ছোট্ট একচালা ঘর
ঢেউয়ের সাথে খেলতে খেলতে মনে পড়ে তারে।