বাবা দিবসে প্রবাসী শিল্পী গৌরী চৌধুরীর গান

বাবা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে গান গাইবেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অতি পরিচিত মুখ ও কণ্ঠশিল্পী গৌরী চৌধুরী। গানের শিরোনাম ‘বাবা তুমি ছাড়া এই পৃথিবী বড়ই যন্ত্রণার’। ২০ জুন গানের প্রিমিয়ার হবে অনলাইনে।

কণ্ঠশিল্পী ও সংগীতশিক্ষক গৌরী চৌধুরী বলেন, ‘আমি লন্ডনে আছি প্রায় ৩২ বছর। এই দীর্ঘ পথচলার শুরু থেকেই আমি গান-বাজনার সঙ্গে যুক্ত। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নিজের বাবাকে নিয়ে একটা মৌলিক গান করার। গানটি লিখেছেন আমারই ভাইয়ের স্ত্রী জ্যোতিকা চৌধুরী।’

জানা গেছে, গানটিতে সুর দিয়েছেন কিংবদন্তি সুরকার শেখ সাদী খান এবং মিউজিক কম্পোজ করেছেন উজ্জ্বল সাহা।
এ ছাড়া গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন মঈনুল হোসেন মুকুল। ২০ জুন ইউকে সময় বেলা তিনটায় প্রিমিয়ার উপলক্ষে অনলাইন লাইভটি গৌরী চৌধুরীর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দর্শকেরা উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি একযোগে লাইভ করবে টিভিথ্রি বাংলা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, বিশিষ্ট সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, সুরকার শেখ সাদী খান, শিল্পী হিমাংশু গোস্বামী, তপন চৌধুরী, শামীম আজাদ, রবিশঙ্কর মৈত্রী, টি এম আহমেদ কায়সার ও জ্যোতিকা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন ঊর্মি মাজহার।