নাগরিক ছবি

১ / ৫
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বছরের প্রথম দিনে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে মানুষের ভিড়। ধানমন্ডি, ঢাকা, ১ জানয়ারি
ছবি: কাব্য সাহা
২ / ৫
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন গ্রিন ভয়েসের উদ্যোগে অসহায় দুস্থ ৪০ জন ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কর্নাই বাজার ও মহাদেবপুরে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে হাবিপ্রবি গ্রিন ভয়েসের নববর্ষ উদযাপন করেছে
ছবি: আবদুল মান্নান
৩ / ৫
আগে বাসাবাড়ি, অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা চিত্র। তারপরও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গুটিকয়েক মানুষ ঐতিহ্য ধরে রাখাসহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ আর বেতের শিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন। ফুলবাড়ী পৌরবাজারে বাঁশ-বেতশিল্প বিক্রি করেন খগেন্দ্র চন্দ্র রায় ও কুতুয়া মুর্মু
ছবি: প্লাবন শুভ
৪ / ৫
করোনা সংক্রমণের কারনে বগুড়ার শিবগঞ্জে বই বিতরণ উৎসব না হলেও সীমিত আকারে সামাজিক দূরুত্ব মেনে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে সারা দেশের ন্যায় শিবগঞ্জে নতুন পাঠ্যবই পেল শিক্ষার্থীরা
ছবি: সাজু মিয়া
৫ / ৫
বাংলাদেশের পাড়ামহল্লা, গ্রামগঞ্জে পৌষের শীতে জমে ওঠে ব্যাডমিন্টন খেলা। আর সিলেটে যেন এই খেলার কদর একটু বেশিই। সে কারণেই হয়তো বারবার সেরা শাটলারদের জন্ম হয় পূণ্যভূমি সিলেটে। সিলেটের খেলোয়াড়েরাই বারবার ছিনিয়ে নিয়ে আসেন দেশসেরার মুকুট। ব্যাডমিন্টনের প্রতি এই জনপদের ভালোবাসা যেন কিছুটা অবাক করার মতোই। যার প্রমাণ মিলল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চান্দাঁই পশ্চিমপাড়ায়। নাগরিক কোলাহল পেরিয়ে শহরতলির দক্ষিণ সুরমায় একদল যুবক-তরুণ মিলে করোনার ভয়কে জয় করে চালিয়ে যাচ্ছেন ব্যাডমিন্টন চর্চা
ছবি: আনোয়ার হোসেন