নাগরিক ছবি

১ / ৭
সাইবেরীয় শিলাফিদ্দা (Siberian stonechat)। সাহেবগঞ্জ বাজার, রংপুর, ১২ ডিসেম্বর
ছবি: সব্যসাচি দাস
২ / ৭
কালোমাথা মুনিয়া। শালমারা বিল, রংপুর, ৯ ডিসেম্বর
ছবি: তুহিন ওয়াদুদ
৩ / ৭
অবারিত বাংলার শর্ষেখেত। ছবিটি সম্প্রতি কুষ্টিয়ার মিরপুর থেকে তোলা
ছবি: আবু আফজাল সালেহ
৪ / ৭
কৃষক ও কৃষিশ্রমিকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। কেউ করছেন বীজতলা, কেউ আবার কাটছেন আমন ধান। ফসল ভালো হওয়ার ফলে খুশি এক কৃষক। ছবিটি সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর এলাকা থেকে তোলা
ছবিঃ অনির্বাণ সেনগুপ্ত
৫ / ৭
৩৮তম বিসিএস ক্যাডার পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জসহ দেশের ১৫টি শীতপ্রধান জেলায় শীতার্তদের মধ্যে একযোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিরাজগঞ্জ, ১৮ ডিসেম্বর
ছবি: কামরুল কামু
৬ / ৭
তিলা মুনিয়া। শালমারা বিল, রংপুর, ৯ ডিসেম্বর
ছবি: তুহিন ওয়াদুদ
৭ / ৭
কৃষক ও কৃষিশ্রমিকদের জন্য চলছে এখন ব্যস্ত সময়। আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সবাই। ব্যস্ত সময়ে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছেন দুই তরুণী। ছবিটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উত্তরসূর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অনির্বাণ সেনগুপ্ত