নাগরিক ছবি

১ / ৭
প্রতিবছর বর্ষা মৌসুমে তিস্তার স্রোতের তাণ্ডবে যেমন ঘর, জমিহারা মানুষের স্বপ্ন ভাঙে; তেমনি হেমন্তের শেষে শীতের শুরুতে পলিমিশ্রিত এই তিস্তাই যেন হয়ে ওঠে মমতাময়ী। এর দুই পারে কৃষকেরা প্রতিবছরই বিভিন্ন ফসল ও মৌসুমি সবজি চাষ করে থাকেন। গঙ্গাচড়া, রংপুর, ১৩ ডিসেম্বর
ছবি: তানজিম ইসলাম নাসিম
২ / ৭
এভাবে পথের শেষ হয়ে যায়। কচুবাড়িয়া গ্রাম, লোহাগড়া উপজেলা, নড়াইল, ১৩ ডিসেম্বর
ছবি: জহির রায়হান তাজ
৩ / ৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শীর্ষক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা পরিষদ চত্বরে গতকাল শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে
ছবি: প্লাবন শুভ
৪ / ৭
টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকার বেরাইদ গ্রামের অগাস্টিন সিমসাংয়ের ১৫ বছরের কিশোরী মেয়ে আলিতা চিসিক। ভাঙা এই নড়বড়ে ঘরটিতে অগাস্টিনের এক ছেলে, এক মেয়েসহ চার সদস্যের পরিবারের বাস। দারিদ্র্যের চরম কষাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোনো হয়নি ফুটফুটে এই মেয়েটির। দিনমজুর পিতার একার রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হয় বলেই আলিতা মাস ছয়েক আগে বিউটি পারলারে কাজ নেয়। পারলারের কাজ শেখার পাশাপাশি আয়ের কিছু টাকা বাবার হাতে তুলে দিত আলিতা। করোনার কারণে পারলার বন্ধ হওয়ায় এখন কাজ হারিয়ে আবার সে ফিরে আসে মা–বাবার অভাবের সংসারে। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৫ / ৭
শীতের সকালে কর্মব্যস্ত দিনের সূচনা। খুলনা রেলওয়ে স্টেশন, ১৩ ডিসেম্বর
ছবি: নাহমাদ হাসান
৬ / ৭
বুলবুলি। কারমাইকেল কলেজ, ৭ ডিসেম্বর
ছবি: তুহিন ওয়াদুদ
৭ / ৭
দুই বছরের আমেনাকে নানির কাছে রেখে মা আম্বিয়া খাতুন চাকরি করেন ঢাকার একটি পোশাক কারখানায়। এদিকে উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শুরু হয়েছে কর্মসৃজন প্রকল্পের কাজ। আমেনার নানি মালেকা বানু কর্মসৃজন প্রকল্পের একজন নারী শ্রমিক। দুপুরে কাজের ফাঁকে নাতনি আমেনাকে ভাত খাওয়াচ্ছেন তিনি। মালেকা বলেন, আমেনা প্রায় রাতে আম্মা বলে স্বপ্ন দেখে আর চিৎকার দিয়ে ওঠে। ছবিটি সম্প্রতি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পানের কন্ট্রোল এলাকা থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ