নাগরিক ছবি

১ / ৬
বরিশালে হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় পথশিশুরা এভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। লঞ্চঘাট এলাকা, বরিশাল, ১০ ডিসেম্বর
ছবি: কামরুল হাসান
২ / ৬
কুমড়ো ফুল। খুবই সুস্বাদু। বিশেষ করে ডিমের সঙ্গে ভেজে খান অনেকে। ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করেন মোতালেব মিয়া। তিনি ফেরি করে এ ফুল বিক্রি করেন। দিনে ৩০০ থেকে ৪০০ টাকার ফুল বিক্রি করেন। দেলপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৯ ডিসেম্বর
ছবি: রাসেল আহমেদ
৩ / ৬
‘কমলা রঙের বিশ্বে নারী, বাধায় পথ দিবেই পাড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জয়িতা হিসেবে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পৌর এলাকার নাসিমা পারভীন, সমাজ উন্নয়নে অবদানকারী উপজেলার আলাদীপুর ইউনিয়নের মমতা রাজবংশী, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমী জীবনে এগিয়ে যাওয়া কাজিহাল ইউনিয়নের মো. রাফিকা এবং শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের নূর বানু বেগমের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ সভাকক্ষ, ফুলবাড়ী, দিনাজপুর, ৯ ডিসেম্বর
ছবি: প্লাবন শুভ
৪ / ৬
রাস্তা পার হচ্ছেন এক পথচারী। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পুরো এলাকা। বুধবার রাত ৯টার সময় ছবিটি তোলা। ডিসিরাস্তা, রৌমারী, কুড়িগ্রাম, ৯ ডিসেম্বর
ছবি: আবু সাইদ কাকন
৫ / ৬
শীতের সকাল। শাঁখারীপাড়া, লক্ষ্মীপুর, ৯ ডিসেম্বর
ছবি: মো. ইসহাক
৬ / ৬
দুরন্ত শৈশব। শীতের সকালে খেলায় মেতে উঠেছে শিশুরা। মালঞ্চী, পাবনা, ১১ নভেম্বর
ছবি: রাফি হাসান