নাগরিক ছবি

১ / ৮
আগে গ্রামে এভাবেই চলত সেলুনের কাজ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে পিঁড়িতে বসা সেলুন। সাবগ্রাম হাট, বগুড়া, ৮ ডিসেম্বর
ছবি: আরিফ শেখ
২ / ৮
চলছে ইরি-বোরো মৌসুম। ধুম পড়েছে চারদিকে খেত লাগানোর। বীজতলা থেকে চারা তোলার কাজ করছেন কৃষিশ্রমিকেরা। কাজলার বিল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১২ নভেম্বর
ছবি: রাসেল আহমেদ
৩ / ৮
মক্তবে পড়া শেষে সব শিশু খেলতে খেলতে বাড়ি যায়। যমজ বোন বুশরা ও মার্জিয়ার (৭) সেই সুযোগ নেই। মায়ের কাজ এগিয়ে দিতে তারা খড়কুটো কুড়ায়। খরারচড় বিল, শ্রীবরদী, শেরপুর, ১ ডিসেম্বর
ছবি: তায়েবুর রহমান রিয়াদ
৪ / ৮
সেতুটি যেন কুয়াশার চাদরে মোড়া। বাহিরদিয়া ব্রিজ, ফরিদপুর সদর, ফরিদপুর, ৫ ডিসেম্বর
ছবি: আহসান প্রিন্স
৫ / ৮
চলছে ইরি-বোরো মৌসুমে ধুম পড়ে যায় খেত লাগানোর। বীজতলা থেকে তোলা চারা কৃষিশ্রমিকেরা জমিতে বুনছেন। কাজলার বিল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১২ নভেম্বর
ছবি: রাসেল আহমেদ
৬ / ৮
পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত আত্রাই নদীর তীরঘেঁষা গ্রাম। নান্দনিক এ পরিবেশে পাখির জলকেলি, ডানা ঝাঁপটানো আর ওড়াওড়ির সঙ্গে কিচিরমিচির শব্দ উপভোগ করতে ছুটে আসছেন পাখিপ্রেমীরা। আত্রাই নদী, মধুবন এলাকা, মহাদেবপুর, নওগাঁ, ৪ ডিসেম্বর
ছবি: শামীনূর রহমান
৭ / ৮
কুয়াশা ও রোদের ঝিকিঝিকি খেলা এখন দিগন্তবিস্তৃত হলুদ শর্ষের ফুলে। শর্ষে ফুলের ম-ম গন্ধে চারদিক মুখরিত। ভোলাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১২ নভেম্বর
ছবি: রাসেল আহমেদ
৮ / ৮
কুয়াশা ভোরে কাজের সন্ধানে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। বাহিরদিয়া ব্রিজ, ফরিদপুর সদর, ফরিদপুর, ৫ ডিসেম্বর
ছবি: আহসান প্রিন্স