নাগরিক ছবি

১ / ৮
ফুলের মধু খেতেই শিমুল ফুলে আসে শালিক পাখি। সেই মধু খেতে গিয়ে তা গড়িয়ে পড়ছে মাটিতে। রংপুর, ২ মার্চ
ছবি: ওয়াহিদুল হুদা ডালটন
২ / ৮
গ্রামটির নাম অনন্তপুর, লোকমুখে শোনা যায় অনন্তপুরের চাষিদের হাতে সোনা ফলে। এই গ্রামের চাষিদের আবাদ করা উর্বর জমিতে ফলানো সবজি রাত পোহালেই চলে যায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভাগীয় শহরে। বিশেষ করে এই এলাকার বেগুনের কদর রয়েছে দেশের বাজারে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের অনন্তপুর, বিষ্ণুরামপুর, হরিপুর গোপীনাথপুরে বেগুনের ফলন ভালো হয়েছে। ছবিটি সম্প্রতি উপজেলার বাবুগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে পাইকারদের বেগুন কিনে স্তূপ করে রাখার সময় তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ৮
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঢাকার সাভারের আশুলিয়ার বেশ কিছু অবৈধ ইটভাটা। আয়ের উৎস ধূলিস্মাৎ হওয়ায় ভাটাশ্রমিকেরা পড়েছেন মহা চিন্তায়। ছবিটি ২৮ ফেব্রুয়ারি দুপুরে তোলা
ছবি: মো. রিফাত মেহেদী
৪ / ৮
লেখক মুশতাক আহমেদের মৃত্যুর বিচার চেয়ে গতকাল সোমবার মোমবাতি প্রজ্বালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে মশাল মিছিল থেকে আটক হওয়া সাত ছাত্রনেতার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে তারা
ছবি: আজাহার ইসলাম
৫ / ৮
কৃষক বোরো ধানের খেতে সেচ দিতে যাচ্ছে। কলেজ রোড, কলমাকান্দা, নেত্রকোনা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৬ / ৮
গ্রামগঞ্জের মানুষ গৃহপালিত গবাদিপশুর প্রতি যত্নশীল। ছবিটি আজ মঙ্গলবার নওগাঁ সদর উপজেলার ধামকুড়ী থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৭ / ৮
টিনের চালে শান্তশিষ্টভাবে বসে আছে পাখিটি। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া সদর এলাকা থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৮ / ৮
ছবিতে সূর্যের আগুনে ইটভাটা জ্বলছে নাকি ইটভাটার আগুনে সূর্যটা পুড়ছে...। আমাদের সুন্দর বসুন্ধরাকে কেউ কেউ বা কোনো কোনো জিনিস এভাবে পুড়িয়ে বসবাসের অনুপযোগী করে ফেলছে না তো! ছবিটি নেত্রকোনার কলমাকান্দার কলেজ রোড থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান