নাগরিক ছবি

১ / ১০
দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’–এর সদস্যরা গতকাল রোববার ফুলবাড়ী সরকারি কলেজ মাঠের ময়লা-আবর্জনাসহ কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। ‘পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক আমাদের হাতে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে সংগঠনটি এ কাজ করেছে
ছবি: প্লাবন শুভ
২ / ১০
হল বন্ধ রেখেই চলছিল স্নাতক-স্নাতকোত্তর শ্রেণির চূড়ান্ত পরীক্ষা। গত ২২ ফেব্রুয়ারি চলমান পরীক্ষা স্থগিত করে ২৩ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষার কারণে নিরাপত্তা ঝুঁকি নিয়েই ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় অনেকে মেস-বাসা ভাড়া নিয়েছেন। তাঁদের অনেকেই মালামাল হলে রেখে আসছেন। ছবিটি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি তোলা
ছবি: আজাহার ইসলাম
৩ / ১০
আলুর জেলা বলে খ্যাত বগুড়ায় আলুর বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে এখন আলু ঘরে তোলার ধুম। এ জেলার আলু স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। ছবিটি বগুড়ার আদমদীঘি উপজেলা থেকে ২৮ ফেব্রুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৪ / ১০
শহরের আনাচকানাচে দেখা মিলছে রক্তিম পলাশের। রাজধানীর খামারবাড়িতে ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে ছবিটি ২৮ ফেব্রুয়ারি তোলা
ছবি: মানসুরা হোসাইন
৫ / ১০
সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মহাদেবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবিটি নওগাঁর মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল রোববার বিকেলে তোলা
ছবি: আমিনুর রহমান খোকন
৬ / ১০
‘পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠুক আমাদের হাতে’ শীর্ষক প্রতিপাদ্য সামনে রেখে পরিষ্কার–পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের ফুলবাড়ীর অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আমরা করব জয়’–এর সদস্যরা রোববার ফুলবাড়ী সরকারি কলেজ মাঠের ময়লা-আবর্জনাসহ কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন
ছবি: প্লাবন শুভ
৭ / ১০
নওগাঁয় গাছে গাছে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল। এ জেলায় বরাবরই কাঁঠালের ফলন ভালো হয়ে থাকে। ছবিটি নওগাঁ সদর উপজেলার আদমদুর্গাপুর থেকে ১৮ ফেব্রুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
৮ / ১০
ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা জেলার ওয়াপদা বাসস্ট্যান্ডে চলছে যাত্রীছাউনি নির্মাণের কাজ। সড়কের গুরুত্বপূর্ণ এ স্ট্যান্ড থেকে প্রতিদিন হাজারো মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। এত দিন তাদের বসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তির শেষ ছিল না। পাঁচ মাস ধরে নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ছবিটি তোলা
ছবি: অনিক আহমেদ
৯ / ১০
চরে সারা দিন ঘাস খাওয়ানোর পর নদীতে সাঁতার দিয়ে প্রতিদিন এভাবেই পার হন গরু ও গরুর মালিক। ছবিটি গত ২৬ ফেব্রুয়ারি কুড়িগ্রামের ধরলা নদী থেকে তোলা
ছবি: তুহিন ওয়াদুদ
১০ / ১০
এসেছে বসন্ত। গাছে গাছে বাহারি ফুলের সমাহার। গ্রামের পাশাপাশি শহরেও লেগেছে বসন্তের ছোঁয়া। ছবিটি রাজধানীর কাকরাইলের মগবাজার সড়কের মাথায় বিচারপতির বাসভবন এলাকা থেকে গত ২৫ ফেব্রুয়ারি তোলা
ছবি: তুফান মাজহার খান