নাগরিক ছবি

১ / ১৪
ভাষার মাসে ভালোবেসে কেউ গাছে এঁকেছেন শহীদ মিনার। ময়মনসিংহ সদরের বেগুনবাড়ী রাস্তার পাশ থেকে গত রোববার তোলা
ছবি: মানসুরা হোসাইন
২ / ১৪
ভালোবেসে কেউ গাছে এঁকেছেন জাতীয় পতাকা। ময়মনসিংহ সদরের বেগুনবাড়ী রাস্তার পাশ থেকে ছবিটি গত রোববার তোলা
ছবি: মানসুরা হোসাইন
৩ / ১৪
শীতের শেষে মৌসুম বুঝে কমলালেবুর গাছ রোপণ করা হয়েছে বাড়ির প্রাঙ্গণে। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ থেকে তোলা। ছবি: ফাহিমা ইসলাম।
৪ / ১৪
কর্মব্যস্ত নগরী ঢাকার বুড়িগঙ্গা নদীতে খেয়া পারাপার অনেক আগে থেকেই চলে আসছে। প্রতিদিন হাজারো মানুষ সদরঘাটের এপার–ওপার থেকে নদী পার হন। আর লোকজনের ৫, ১০ ও ৩০ টাকা দিয়ে মাঝিদের হাঁড়িতে অন্ন আসে। ছবিটি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরের আবদুর রহমান সাহেবের ডগ থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. আবদিম মুনিব
৫ / ১৪
সূর্যমুখী আর সুয্যি মামা যখন এক ফ্রেমে বন্দী। ছবিটি চট্টগ্রামের হাটহাজারী কৃষি ফার্ম থেকে সম্প্রতি তোলা
ছবি: শান্ত চন্দ্র রায়
৬ / ১৪
ফাল্গুনে লাল টুকটুকে ফুল ফুটেছে শিমুলগাছে। ছবিটি নাটরের গুরুদাসপুরের চাচকৈড় থেকে বিলদহর রোড থেকে গতকাল শুক্রবার তোলা
ছবি: নাজমুল হাসান
৭ / ১৪
বাড়ির ছাদের টবে লাগানো পাথরকুচিগাছে ফুল ফুটেছে। ছবিটি গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ রূপগঞ্জের খামারপাড়া এলাকা থেকে তোলা
ছবি: রাসেল আহমেদ
৮ / ১৪
মোংলার পশুর নদের পাশে দুরন্তপনায় মেতে উঠেছে একদল শিশু-কিশোর। বালু, মাটি ও কাদায় একজনের পেছনে আরেকজন ছুটতে থাকে পর্যায়ক্রমে। কোনোভাবেই শিশু-কিশোরদের এই দুরন্তপনা যেন থামছিলই না! ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সরদার মো. আল হাদি হাসান
৯ / ১৪
গাছে গাছে মুকুলের হাসি। সঙ্গে পতঙ্গদের নতুন মধু আহরোণের প্রতিযোগিতা। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম
১০ / ১৪
কামারশালার হাপরের মতো ফুঁপিয়ে চলছে তাঁর হৃৎপিণ্ডটা, তপ্ত রোদে পুড়তে পুড়তে কপাল বেয়ে চুইয়ে পড়ছে ঘাম। তবু থেমে নেই ধূলিমগ্ন ক্লান্ত পা জোড়া, হজরত আলী আইসক্রিমের বাক্স কাঁধে করে ছুটে চলেন গ্রামের পর গ্রাম। যেভাবেই হোক মহাজনের কাছ থেকে নেওয়া আইসক্রিম বিক্রি শেষ করেই বাড়ি ফিরতে হবে তাঁকে। ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাটুলি গ্রামের ৪ সন্তানের জনক সত্তরোর্ধ্ব হজরত আলী। সন্তানেরা যাঁর যাঁর মতো সংসার গুছিয়ে নেওয়ায় জীবিকার প্রয়োজনে ৫ বছর ধরে আইসক্রিম বিক্রি করেন তিনি। দিনভর আইসক্রিম বিক্রি করে আয় ১০০ থেকে ১৫০ টাকা। হজরত আলী আক্ষেপ করে বলেন, ‘গেরামের মেম্বার–চিয়ারমেন গরে কত কইলাম একটা চাইলের কার্ডের লাইগা, কেউ দিল না।’ ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর ব্রিজপাড় থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ।
১১ / ১৪
ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতে সেজেছে প্রকৃতিতে বর্ণিল সাজে শজনে ফুল। এ যেন এক প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ছবিটি নওগাঁ মহাদেবপুর উপজেলার পিড়ার মোড় থেকে তোলা
ছবি: ইউনুস আলী ফাইম
১২ / ১৪
বাড়ির উঠানে ফুটেছে ভারবিনা ফুল। মুসলিমপাড়া, দক্ষিণ মনসাতলী, বরগুনা, ২৬ ফেব্রুয়ারি
ছবি: বদরুল ইসলাম
১৩ / ১৪
৩১ একরের ক্যাম্পাস গণবিশ্ববিদ্যালয়। এ বিদ্যাপীঠ এখন ২৩ বছরের টগবগে যুবক। বাইশমাইল (ঢাকা-আরিচা) মহাসড়কে এই ক্যাম্পাসের প্রধান ফটকের নির্মাণকাজ চলছে। ছবিটি গত বৃহস্পতিবার তোলা
ছবি: মো. রাকিবুল হাসান
১৪ / ১৪
জীর্ণশীর্ণ মাটির ঘরটি জয়পুর গ্রামের সবচেয়ে পুরোনো মক্তব আর এই মক্তবেই স্বাধীনতার পর থেকে আজ অবধি চলছে গ্রামের পোস্ট অফিসের কার্যক্রম। মুঠোফোন আর ইন্টারনেটের যুগে মানুষ এখন আর চিঠি লেখে না, পথ চেয়ে থাকে না হলুদ খামের চিঠির বোঝা নিয়ে ছুটে চলা ব্যস্ত রানারের। হয়তো চিঠির ভাষাও ভুলে গেছে এত দিনে অনেকেই। তবে এখনো দেশের সরকারি-বেসরকারি চাকরির পরীক্ষাসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য চিঠি চালাচালির ব্যবস্থা থাকায়, এই পোস্ট বক্সটির কাছে এসে মাঝেমধ্যেই উঁকিঝুঁকি দেন সংশ্লিষ্ট পোস্ট মাস্টার, পিয়ন এবং রানার। জয়পুর গ্রামবাসীর দাবি স্মৃতিবিজড়িত পুরোনো এই পোস্ট অফিস দ্রুত সরকারিভাবে উদ্যোগ নিয়ে অন্তত নতুন প্রজন্মের জন্য হলেও সংস্কার করা প্রয়োজন। ছবিটি গত বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের জয়পুর গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ