নাগরিক ছবি

১ / ৯
মাটি দিয়ে পুকুর ভরাট নয়, আবদুল খালেক পার্শ্ববর্তী চালকলের বর্জ্য, মানে বিষাক্ত ছাই দিয়ে ভরাট করলেন তাঁর পুকুর। এতে চরম বিপাকে পুরো এলাকার মানুষ। ইতিমধ্যেই ছাই বাতাসে উড়ে কয়েকজন শিশুর চোখে সমস্যা দেখা দিয়েছে। বড়খিলা গ্রামের শফিকুল ইসলাম, কোরবান আলী, মোস্তফা মিয়া, আনোয়ার হোসেন, দুদু মিয়া অভিযোগ করেন, স্থানীয় একটি চালকলের মালিক কৃষকদের বোকা বানিয়ে তাঁদের জমি ভরাটের প্রলোভন দেখিয়ে তাঁর কারখানার এসব বিষাক্ত বর্জ্য অপসারণের করছেন। এই বর্জ্য থেকে উড়ছে বিষাক্ত কার্বন, যা মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর। ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বড়খিলা গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
২ / ৯
সাতক্ষীরার শ্যামনগরে মুজিব বর্ষ উদ্‌যাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন শুভ উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা পরিষদ নতুন ভবন প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের আয়োজনে শ্যামনগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহায়তায় ম্যারাথনের শুভ উদ্বোধন করা হয়। ম্যারাথনটি উপজেলা পরিষদ নতুন ভবন প্রাঙ্গণে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে শ্যামনগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়
ছবি: আলিম খান
৩ / ৯
ছাদবাগানে বসন্তের সবুজ পাতার হাসি ও ছোট শিশুর হাসি যেন গড়াগড়ি। বৈরাগ, আনোয়ারা, চট্টগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রফিক আহমদ খান
৪ / ৯
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেমেছে মানুষের ঢল। অনেকের মধ্যেই নেই ন্যূনতম সচেতনতা বোধ। অনেকেই আবার মাস্ক ছাড়াই চলছে ভিড়ের মধ্যে। অধিকাংশ মানুষের নেই শিশুদের জন্য কোনো ধরনের সতর্কতা। ছবিটি ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টা বেজে ৫৮ মিনিটে তোলা
ছবি: কাব্য সাহা
৫ / ৯
বিজ্ঞানের যুগেও আত্মবিশ্বাস নিয়ে গ্রামাঞ্চলের কৃষকেরা ফসলের খেতে ভালো ফলনের আশায় কাকতাড়ুয়া ব্যবহার করেন। ছবিটি নওগাঁ সদর বক্তারপুর ইউনিয়নের হরিহরপুর থেকে ২১ ফেব্রুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী
৬ / ৯
২১ ফেব্রুয়ারির দুপুর রোদে গির্জার বারান্দায় ক্লান্ত বসে ছিল সে। এই গাঁয়ের মেঠো পথ, মাটি, ধূলিকণায় মিশে আছে তার শৈশব-কৈশোর। আপন ভিটায় লেগে আছে তার শরীরের ঘ্রাণ। পরিবারের যে আপনজনেরা একদিন তাকে বুকে জড়িয়ে রেখেছিল যক্ষের ধনের মতো, আজ তারা সবাই পর। এই সেই সমাজ, যে তাকে নেবে না কোনো দিন, বলবে না তুই আমাদের সন্তান। মজনু মিয়া, ময়মনসিংহের ভালুকা উপজেলায় হিজড়াদের দলে থাকে, সেখানেই বসবাস। ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের দোলমা গ্রামে তার বাড়ি। মা-বাবা বেঁচে নেই। হিজড়া হওয়ায় আপন ভাইবোনদের কাছেও সে এখন পর। তবু নিজের গ্রাম, ভিটেমাটি, পরিবারের মানুষ দূর থেকে দেখতে ছুটে আসে। ২১ ফেব্রুয়ারি দোলমা গ্রামের গির্জার বারান্দায় তপ্ত দুপুরে এভাবেই বসে ছিল মজনু, আর সুযোগ বুঝে ক্যামেরায় ক্লিক
ছবি: ইমতিয়াজ আহমেদ
৭ / ৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেমেছে মানুষের ঢল। অনেকেই আবার মাস্ক ছাড়াই চলছেন ভিড়ের মধ্যে। মানুষের ঢলে বেগ পেতে হচ্ছে যানবাহন চলাচলে। ছবিটি ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে তোলা
ছবি: কাব্য সাহা
৮ / ৯
বসন্তের শুরুতেই কমতে শুরু করছে শীতকালীন সবজির প্রাচুর্য। ইতিমধ্যে বাজারেও বাড়ছে শীতকালীন সবজির মূল্য। ব্যক্তি উদ্যোগের খেতে রোপণ করা গাছে ধরেছে বেগুন। দামুকদিয়া, শৈলকুপা, ঝিনাইদহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. লিখন হোসেন
৯ / ৯
শিশুটি তার ভাইয়ের সঙ্গে ২১ ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে এসেছে। রেলওয়ে ময়দান, রাজবাড়ী
ছবি: মো. ইসতিয়াক হোসেন