নাগরিক ছবি

১ / ৮
নগরের অলি-গলিতে ভ্যানগাড়িতে শীতকালীন সবজি বিক্রি করছেন ভাসমান সবজি বিক্রেতা। ছবিটি সিলেট নগরের সুবিদবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: কামরুল ইসলাম মাহি
২ / ৮
শহীদ মিনার। মুড়াপাড়া উপজেলা পরিষদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি
ছবি: রাসেল আহমেদ
৩ / ৮
কসবা মসজিদ বাংলাদেশের একটি ঐতিহাসিক মসজিদ । বরিশাল জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামের মসজিদটি বরিশালের প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. আবদুল্লাহ
৪ / ৮
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামের ভ্যানচালক জালাল উদ্দিনের ছেলে নাইমুল ইসলাম স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। করোনার কারণে ১১ মাস স্কুল বন্ধ। সংসারের বাড়তি রোজগারের জন্য বাবা তাঁর শিশুপুত্রকে ভ্যানগাড়ি চালানো শিখিয়েছেন। বাবা ও ছেলে দুজন ভাগাভাগি করে চালান ভ্যানগাড়ি। সকাল থেকে বেলা দুটো পর্যন্ত ভ্যান চালায় নাইম, বিকেলে বাবা জালালউদ্দিন। প্রতিদিন এক বেলা ভ্যানগাড়ি চালিয়ে ১২০ টাকা (মাঝেমধ্যে কম–বেশি) বাবার হাতে তুলে দেয়। এতেই জালালউদ্দিন মহাখুশি। ভ্যান চালানোর অবশিষ্ট কিছু টাকা পকেটে রেখে নাইম প্রতিদিন বিকেলে গ্রামের শেষ মোড়ে বাজি লাগিয়ে ক্যারম খেলে। নাইমের মতো স্থানীয় আরও অনেক শিক্ষার্থী বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত ক্যারম খেলায় মত্ত থাকে। ক্যারম যারা খেলে, তাদের প্রায় সবাই নাইমের মতো ভ্যান চালিয়ে কিংবা পার্টটাইম ভ্যানগাড়ি চালিয়ে টাকা রোজগার করে। প্রতি বোর্ড কাভার বাবদ ২০–৩০ টাকা করে বাজি খেলে এই শিশুরা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৫ / ৮
হরেক রকম বাহারি জিনিস কিনতে মেলায় ছুটে আসেন মানুষ। তেমনি একটা দোকান। এ যেন রেশমি চুড়ি না হলে প্রেমিকের সাথে আড়ি করতে পারার এক সুন্দর সুযোগ। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা শহর থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম
৬ / ৮
এসেছে বসন্ত। দুপুরবেলায় নেই শীত, নেই গরম। তাই শান্তিপূর্ণভাবে বরগুনার চরকলোনিতে রাস্তার পাশে ঘুমাতে দেখা যায় কুকুর দুটোকে। ছবিটি ১৪ ফেব্রুয়ারি তোলা
ছবি: বদরুল ইসলাম
৭ / ৮
মানসিক ভারসাম্যহীনদের নিয়ে বিশ কুড়ি ফাউন্ডেশনের ভালোবাসা দিবস উদ্‌যাপন। বিজয় চত্বর, দেবীগঞ্জ বাজার দেবীগঞ্জ, পঞ্চগড়, ১৪ ফেব্রুয়ারি
ছবি: ওহাব আরাফাত অপূর্ব
৮ / ৮
‘এক মুঠ ভাত দিবা, অল্প কয়ডা দিলিই হবে’—এমন হাজারো অসহায় বয়স্ক মানুষ আছেন আমাদের দেশে। এসব মানুষও আমাদের থেকে সামান্য ভালোবাসা আশা করেন। দৃষ্টির অলক্ষ্যে থাকা অসহায় বয়স্ক মানুষের কথা ভাবতে হবে। বকুলতলা বাজার, কচুয়া, বাগেরহাট, ১৪ ফেব্রুয়ারি
ছবি: সুকান্ত দাস সুপ্রিয়