নাগরিক ছবি

১ / ৯
শীতের রাতে শুধু ব্যাডমিন্টনই নয়, ক্রিকেটও খেলা যায় ইচ্ছা থাকলে। ফ্লাড লাইট জ্বালিয়ে এভাবেই ক্রিকেট খেলে শীতের রাতকে উপভোগ্য করে তুলেছে তরুণেরা। ছবিটি সম্প্রতি রাজধানীর ডেমরা থেকে ধারণ করা হয়েছে। ছবি: তুফান মাজহার খান
২ / ৯
নদীভাঙন ও চর এলাকার মানুষের চলাচলের একমাত্র ভরসা নৌকা। প্রতিনিয়তই জীবনের ঝুঁকি নিয়ে নদীপথে চলাচল করেন এ এলাকার মানুষ। আর তাই তো জীবনসংগ্রামে বেঁচে থাকার তাগিদে গরু নিয়ে ছুটি চলেছেন তাঁরা। সিরাজগঞ্জের চৌহালী নদীপথ এলাকা থেকে ছবিটি তোলা।
ছবি: আবদুল্লাহ আল মারুফ
৩ / ৯
পরিত্যক্ত ডোবায় পানি কমে আসায় জন্মেছে কচুগাছ। বসন্তের সকালে শিশির জমে ধারণ করেছে চমৎকার দৃশ্যে। বরগুনার চরকলোনি এলাকা থেকে ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি
বদরুল ইসলাম
৪ / ৯
নওগাঁর ছোট যমুনা নদীর তীরজুড়ে ফসল চাষ। ছবিটি নওগাঁ বদলগাছী উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের গুপিনপুর থেকে ১৬ ফেব্রুয়ারি তোলা
ছবি: ইউনুস আলী
৫ / ৯
নগরের অলিগলিতে ভ্যানে শীতকালীন সবজি বিক্রি করছেন ভাসমান সবজি বিক্রেতা। ছবিটি সিলেট নগরের সুবিদবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: কামরুল ইসলাম মাহি
৬ / ৯
স্কুল বন্ধ থাকায় ক্যারম খেলায় ব্যস্ত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামের কয়েকটি শিশু। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৭ / ৯
লোকটি যেন ভেড়াগুলোর অতি আপনজন। তার মুখের প্রতিটি কথায় পালন করতে হবে। এ যেন রাজা ও তার সাম্রাজ্যের অতি ভক্ত প্রজারা। ছবিটি সম্প্রতি ঝিনাইদহ জেলা শহর থেকে তোলা
ছবি: ফাহিমা ইসলাম।
৮ / ৯
বিশ কুড়ি ফাউন্ডেশনের ব্যতিক্রমী ভালোবাসা দিবস উদ্‌যাপন। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের কিছু উপহার দিয়ে ভালোবাসা দিবস উদ্‌যাপন করে বিশ কুড়ি ফাউন্ডেশন। বিজয় চত্বর, দেবীগঞ্জ বাজার, দেবীগঞ্জ, পঞ্চগড়, ১৪ ফেব্রুয়ারি
ছবি: ওহাব আরাফাত
৯ / ৯
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে গাইবান্ধার তরুণ-তরুণীদের অনন্য উদ্যোগ। টি–শার্টে ‘লাভ ফর অল’ লেখা একঝাঁক তরুণ-তরুণী মানুষকে লাল গোলাপ উপহার দিয়েছে। গত রোববার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেট, পৌর পার্ক, কলেজ রোড, সদর হাসপাতাল স্টেশনে গিয়ে সাধারণ মানুষ, চা–দোকানি, নিরাপত্তাকর্মী, পুলিশ, ট্রাফিক পুলিশ, পরিচ্ছন্নতাকর্মীসহ সব ধরনের পেশাজীবী মানুষকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবকেরা
ছবি: মো. মেহেদী হাসান