নাগরিক ছবি

১ / ৭
হেমন্তের শিশিরভেজা সকাল। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১৭ নভেম্বর।
ছবি: মো. সাদিকুল ইসলাম।
২ / ৭
শৈশবের আনন্দ। নরসিংদী সরকারি কলেজ, ১৫ নভেম্বর।
ছবি: শাকিল আহমেদ
৩ / ৭
‘যদি ক্ষতির কারণ লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ স্লোগানে ২০১৫ সালের ১৪ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে যাত্রা শুরু করে ক্যাপ। ধীরে ধীরে কার্যক্রম ছড়িয়ে পড়ছে সারা দেশে। মূলত নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যানসার বিষয়ে সচেতন করতেই এই সংগঠনের যাত্রা। ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন, সংক্ষেপে ক্যাপ। সংগঠনটি গত শনিবার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পঞ্চম বর্ষপূর্তি পালন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, ১৪ নভেম্বর।
ছবি: আজাহার ইসলাম
৪ / ৭
হেমন্তের শিশিরভেজা সকাল। মির্জাগঞ্জ, পটুয়াখালী, ১৭ নভেম্বর।
ছবি: মো. সাদিকুল ইসলাম
৫ / ৭
শ্যালো মেশিনে দিয়ে জমিতে পানি দিচ্ছেন কৃষক। নালার সেই পানিতে সাঁতার কাটতেই যেন আনন্দ ছোট্ট শিশুটির। ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: কায়সার আহমেদ
৬ / ৭
ইসলামী বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন ক্যাপ। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কাজ করছেন এই সংগঠনে। সংগঠনের সদস্যরা ১৪ নভেম্বর কুষ্টিয়া এন এস রোডে পথচারী ও দিনমজুরদের মধ্যে ১ হাজার মাস্ক বিতরণ এবং ক্যানসার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। মাস্ক বিতরণ শেষে কুষ্টিয়া সার্কিট হাউসের সামনে ‘উদয় মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র’ নামের বৃদ্ধাশ্রমে স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতা ক্যাম্পেইন ও দুপুরের খাবারের আয়োজন করা হয়।
ছবি: আজাহার ইসলাম
৭ / ৭
রান্নার জন্য খড়কুটা সংগ্রহ করে বাড়ি ফিরছেন এই নারী। রাজশাহীর পদ্মা নদী থেকে ছবিটি ১৪ নভেম্বর তোলা।
ছবি: রিপন মাহমুদ