ঢাকায় বিপ্লবী সোমেন চন্দ যাত্রাপালার মঞ্চায়ন

উপমহাদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ শোষণহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক তরুণ লেখক-সংগঠক সোমেন চন্দের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বিপ্লবী সোমেন চন্দ’ প্রথম মঞ্চায়ন হয়েছে শনিবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

উপমহাদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ শোষণহীন সমাজতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক তরুণ লেখক-সংগঠক সোমেন চন্দের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বিপ্লবী সোমেন চন্দ’ প্রথম মঞ্চায়ন হয়ে গেল গতকাল শনিবার সন্ধ্যায়। ঢাকার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এ আয়োজন হয়েছে। মিলন কান্তি দে রচিত এই পালাটি পরিবেশন করে যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা কমিটি।

ফাল্গুনের আগমনী সন্ধ্যায় এ পালা দেখতে নাগরিক দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল উল্লেখ করার মতো। দর্শক যে যাত্রার প্রাণ, তা প্রমাণিত হলো কুশীলবদের প্রাণবন্ত অভিনয় দেখে। দৃশ্যে দৃশ্যে শিহরণ, ঘাত–প্রতিঘাতের দ্বান্দ্বিক ছন্দময়তায় পালার সমাপনী ঘটে। পালা শুরুর আগে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. আমিনুর রহমান সুলতান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্য নির্দেশক ও প্রধান প্রশিক্ষক ড. আইরিন পারভিন লোপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সোহেল হায়দার জসীম। অনুষ্ঠানের শুরুতে পালাকার মিলন কান্তি দে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন যাত্রাপালাকার পরিষদের সাধারণ সম্পাদক এম এ মজিদ।

‘বিপ্লবী সোমেন চন্দ’ যাত্রাপালায় অভিনয় করেন আবুল বাশার ফকির, শফিকুল ইসলাম লিটন, দেবদাস, আবুল হাশেম, শাজাহান, আকবর আলী, শেখ লিয়াকত আলী, আমিনুল হক, ফরহাদ খান সোহেল, শংকর সরকার, লুৎফুন্নেসা রিক্তা ও মণিমালা।