চাকমা রাজার অভিষেক

অলংকরণ: মাসুক হেলাল

রাঙামাটি পৌঁছে পেটের ক্ষুধায় আমরা অধীর
তড়িঘড়ি মালপত্র রেখে, হোটেলের খাবার ঘরে।
পান্থশালায় চিত্রশিল্পী মাহমুদ ভাই ও নেপালি বন্ধু
দীর্ঘদিনের বন্ধু বললেন, চাকমা রাজার অভিষেক!

দিনক্ষণ হিসেব আজ আর মনে নাই,
শুধু বিশেষ দিনটি মনের গহিনে সুস্পষ্ট ছবি
চাকমা রাজবংশের বহু বছর পর অভিষেক।
সকালে নদী পার হয়ে, নির্দিষ্ট স্থানে আসন।

চোখের সামনে রাজা, আসলেন অলংকারে সজ্জিত
নব রাজা তরুণ, তারুণ্যের শান্ত হাসিতে লজ্জিত।
চারদিকে আনন্দের ঢাক-ঢোল, মুখর আদিবাসী,
গ্রীষ্মের উত্তাপে অবসন্ন শরীরে ঘুমের ঢুলুনি।

হঠাৎ দেখি, আমায় ডাকছে মারমেইড
কী সুন্দর! চারদিকে নীল জল, ঝিনুক
ভেসে যাচ্ছে, নানা রঙের বর্ণিল মাছ
কেউ আমায় দেখে না, নন্দিত সুন্দর!

মারমেইডের পিছু পিছু এক অভূতপূর্ব
রাজবাড়ি, সব খিলান উন্মুক্ত
কী অপরূপ! অপরূপ রাজকন্যার ঘর
দীর্ঘ অপেক্ষায় অশ্রুসিক্ত পদ্মলোচনা,

রাজাবিহীন ভূলুণ্ঠিত চাকমারাজ বাড়ি
নিরাপদে রয়েছে বহু বছর, খোঁজেনি
কোনো জাদুঘর, প্রহরারত মারমেইড
চাকমা রাজার বহু বছর পর অভিষেক।