ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসায় সমঝোতা স্বাক্ষর

ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসার দায়িত্ব নিতে বাংলাদেশ ক্যানসার এইড ট্রাস্টের (ব্যানক্যাট) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিভিসি ফাইন্যান্স লিমিটেড। পেশেন্ট অ্যাডাপশন প্রোগ্রাম বা রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ কর্মসূচির মাধ্যমে সিভিসি ফাইন্যান্স প্রতি মাসে তিনজন ক্যানসার রোগীর চিকিৎসার দায়িত্ব নিচ্ছে।

চিকিৎসার মধ্যে রোগীর ডাক্তারের ভিজিট ফি, কেমোথেরাপি/রেডিওথেরাপি, ওষুধ কেনা, অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি ইত্যাদি অন্তর্ভুক্ত।

গত বুধবার রাজধানীর বনানীতে সিভিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিনহাজ আহমেদ, ব্যানক্যাটের ট্রাস্টি নাজমুস আহমেদ এবং ব্যানক্যাটের সাধারণ সম্পাদক মাহজাবিন ফেরদৌস।

সৈয়দ মিনহাজ আহমেদ বলেন, একজন ক্যানসার আক্রান্ত রোগীকে শারীরিক, মানসিক ও আত্মিক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য তার চিকিৎসার দায়িত্ব নিতে পেরে কিছুটা হলেও প্রশান্তি কাজ করছে। এই প্রচেষ্টা ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে আরও উৎসাহিত করবে।

ক্যানসারের মতো মরণব্যাধীর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে, এমন সাহসী মানুষদের পাশে থাকা এবং তাদের জন্য কাজ করে যাওয়া একটি সংস্থা হচ্ছে ব্যানক্যাট।