উই সামিট ২২ ও ২৩ অক্টোবর

‘উই’ শুধু দুটি শব্দ নয়। উই হলো উদ্যোক্তাদের স্বপ্নপূরণের একটি প্ল্যাটফর্ম। উইমেন অ্যান্ড ই–কমার্স সব সময় নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ভিন্নধর্মী সব কাজ করে গেছে। মাস্টারক্লাস, ওয়ার্কশপ, বিএসএম মিটিং এবং বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ সব কোর্স করার মাধ্যমে উদ্যোক্তাদের করে তুলেছে আরও স্বাবলম্বী। উদ্যোক্তাদের কথা মাথায় রেখে উই আয়োজন করতে যাচ্ছে ভিন্নধর্মী এক আয়োজন ‘উই সামিট’। সামিট মানেই উৎসব, যেখানে অংশগ্রহণ করতে পারবেন ৬৪ জেলার মানুষ।

উইমেন অ্যান্ড ই–কমার্সের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা জানান, উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার কথা মাথায় রেখে এবার এ সামিটের আয়োজন করা হয়েছে। তাই যাঁরাই অংশগ্রহণ করবেন, সবার জন্য থাকবে চমক।

বাংলাদেশের সবচেয়ে বড় হল ‘হল অব ফেম’, অর্থাৎ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২ ও ২৩ অক্টোবর উই সামিট অনুষ্ঠিত হবে। অনলাইন ও অফলাইন দুইভাবেই অংশগ্রহণ করা যাবে সামিটে। এবার কোনো লাইভ করা হবে না। তাই যাঁরা রেজিস্ট্রেশন করবেন, শুধু তাঁরাই জুমের মাধ্যমে সামিটের সব আয়োজন উপভোগ করতে পারবেন। অনলাইন ও অফলাইন—সবাই পাবেন সামিটে অংশগ্রহণ করার জন্য সার্টিফিকেট। সামিটের প্রথম দিন ২২ অক্টোবর দুটি ওয়ার্কশপ থাকবে অফলাইনে। ‘এফ–কমার্স বিজনেস প্ল্যানিং’ ও ‘হাউ টু ইনক্রিজ ইয়োর সেলস’ বিষয়ে ওয়ার্কশপ হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন সামিটে থাকবে অনেকগুলো সেশন, প্যানেল ডিসকাশন, জয়ী অ্যাওয়ার্ড, স্পনসর অ্যাওয়ার্ড, ফ্যাশন শো, গিফট ব্যাগ (যাঁরা অফলাইনে জয়েন করবেন), সবার জন্য র‍্যাফল ড্র (পুরস্কার থাকবে ল্যাপটপ, মুঠোফোন ইত্যাদি), লাঞ্চ (যাঁরা অফলাইনে অংশগ্রহণ করবেন), আরও থাকবে ৬৪ জেলার উদ্যোক্তাদের দেশীয় পণ্যের প্রদর্শন। সঙ্গে রয়েছে আরও অনেক চমক। আজই নিশ্চিত করে ফেলুন আপনার সামিটের টিকিট। বিজ্ঞপ্তি