পাঠকের ছবি

১ / ৯
লাল শাপলা। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
২ / ৯
শুরু হয়েছে শুকনা মৌসুম। নৌকার সুরক্ষায় পানিতে ভিজিয়ে রেখেছেন জেলেরা। ছবিটি মৌলভীবাজার কুলাউড়ার হাকালুকি হাওরের তীর থেকে তোলা
ছবি: সালাউদ্দিন
৩ / ৯
মনু নদে (ব্যারেজ) মাছ ধরতে ব্যস্ত জেলেরা। মনু নদ, মৌলভীবাজার।
ছবি: পারভেজ আলম
৪ / ৯
ইসলামিক বইমেলা। ছবিটি সম্প্রতি কুষ্টিয়া থেকে তোলা
ছবি: মারুফ হোসেন
৫ / ৯
স্থানীয় ভাষায় ‘ডুরপি’ নামে পরিচিত এই ফুল। পত্নীতলা, নওগাঁ, ১৭ জানুয়ারি
ছবি: সাকিব হোসেন
৬ / ৯
পুষ্পের সৌরভে সৌন্দর্যমণ্ডিত ইসলামী বিশ্ববিদ্যালয়। সম্প্রতি ছবিটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস–সংলগ্ন ফুলবাগান থেকে তোলা হয়েছে
ছবি: হাসানুর রহমান
৭ / ৯
নন্দকুজা নদীর দুই পারে ফুটে আছে শর্ষে ফুল। নদীতে পালন করা হচ্ছে হাঁস। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: নাজমুল হাসান
৮ / ৯
কথায় আছে ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। শীতকাল উচ্চবিত্তের কাছে সুখকর হলেও দুস্থ–অসহায় ‍মানুষের কাছে সর্বনাশই বটে। তাই অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিবারের মতো এবারও ‘অসহায়দের জন্য আমরা’ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে ১২ থেকে ১৪ জানুয়ারি কম্বল বিতরণ করা হয়। রাজধানীর রামপুরা, কুড়িল বিশ্বরোড, উত্তরা ছাড়াও টঙ্গী, গাজীপুর ও সাভারে শতাধিক শীতার্ত মানুষকে কম্বল উপহার দেওয়া হয়
ছবি: সাদিয়া রহমান তন্নী
৯ / ৯
তীব্র শীত উপেক্ষা করে নদী থেকে পাথর তুলে জীবিকা নির্বাহ করেন সাধারণ মানুষ। মহানন্দা নদী, তেঁতুলিয়া, পঞ্চগড়। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: ফাত্তাহ তানভীর রানা