পাঠকের ছবি

১ / ৮
ভোরের আলো ফোটার সঙ্গেই নদীতে পাথর তুলতে নামছেন এক পাথরশ্রমিক। মহানন্দা নদী, তেঁতুলিয়া, পঞ্চগড়, ৯ নভেম্বর
ছবি: মাসুদার রহমান
২ / ৮
মাটিতে বোর্ড বানিয়ে ও ফেলে দেওয়া বোতলের মুখ (ছিপি) দিয়ে গুঁটি বানিয়ে ক্যারম খেলছে তিন শিশু। ছবিটি বগুড়ার সোনাতলা থেকে সম্প্রতি তোলা
ছবি: সাজেদুর আবেদীন শান্ত
৩ / ৮
রাজধানীর কল্যাণপুর মোড়ে আজ রোববার সকালে একটি বাস উল্টে যায়। এতে কল্যাণপুর থেকে মিরপুর রোডে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। যেই যানজট প্রায় এক ঘণ্টা পর্যন্ত ছিল। এতে ভোগান্তিতে পড়তে হয় আজকের এসএসসি পরীক্ষার্থী ও কর্মস্থলগামী সাধারণ মানুষকে
ছবি: উসমান বিন আব্দুল আলিম
৪ / ৮
হলুদ রঙে সজ্জিত কৃষকের মাঠ গ্রামবাংলার এক চিরাচরিত অপরূপ দৃশ্য। দৃশ্যপটে শর্ষে ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার সরুগ্রাম থেকে তোলা
ছবি: কারিমুল হাসান
৫ / ৮
নবান্নের বার্তা নিয়ে গ্রামের মেঠোপথ ধরে আমন ধান ঘরে তুলছেন কৃষক। ধামশ্রেণি, উলিপুর, কুড়িগ্রাম, ১২ নভেম্বর
ছবি: হারুন অর রশিদ
৬ / ৮
প্রমত্ত পদ্মার পাড়ে নৌযানগুলো। বিপদগ্রস্ত যাত্রীদের জাতীয় জরুরি সেবা ও সীমান্তে টহল দিতে নৌ পুলিশের পাশাপাশি বিজিবি ও র‍্যাব এসব জলযান ব্যবহার করে। রাজশাহী টি-বাঁধ, ১১ নভেম্বর
ছবি: শামীনূর রহমান
৭ / ৮
সকালবেলা কাজে বেড়িয়ে পড়েছেন লোকটি। পাহাড়ি মেঘের সঙ্গে মিলন এই রাস্তার। সঙ্গে টাঙ্গুয়ার হাওরের শীতল হাওয়া। ছবিটি সম্প্রতি সুনামগঞ্জের নীলাদ্রি লেকের পাশে তোলা
ছবি: রেজাউল করিম প্রিন্স
৮ / ৮
ঘোড়ার গাড়িতে করে মাটি পরিবহন করছেন এক ব্যক্তি। আখিরা নদীর পাড়, পীরগঞ্জ, রংপুর, ১ নভেম্বর
ছবি: মাসুদার রহমান