পাঠকের ছবি

১ / ৯
হেমন্ত এলেই শীত আর কুয়াশা নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সকালের সূর্যের আলো সবুজ ঘাসের শিশির ছুঁয়ে ফেললেও কুয়াশা থেকে যায় বিশ্ববিদ্যালয়ের নিউজিল্যান্ড নামক এলাকায়। হালকা ঠান্ডার এ সময়টাতে রোদ পোহাতে আসে শিশুরা, সঙ্গে চলে খেলাধুলাও। ৮ নভেম্বর
ছবি: দেলোয়ার হোসেন
২ / ৯
ধরলার পানি কমে যাওয়ায় নদীর বুকে চর জেগেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্তের। সেই গর্তে আটকা পড়ে আছে বেশ কিছু নৌকা। ধরলা নদী, উলিপুর, কুড়িগ্রাম। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হারুন অর রশিদ
৩ / ৯
ফুলে বসে আছে প্রজাপতি। গাজীপুর, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মৌসুমি ভৌমিক
৪ / ৯
করোনার দীর্ঘ ছুটির পর শ্রেণিকক্ষে ফিরছেন রংপুরের বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষকেরা শিক্ষার্থীদের মাস্ক ও কলম দিয়ে বরণ করে নেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মাসুদার রহমান
৫ / ৯
টিফিনের ছুটিতে ক্রিকেট খেলায় মেতে উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি মৌলভীবাজারের মাতারকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১০ নভেম্বর তোলা
ছবি: কামরান আহমদ।
৬ / ৯
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’–এ স্লোগানে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন বাঁধনের সদস্যরা অন্যের র‌ক্তের প্রয়োজ‌ন সর্বদা প্রস্তুত থা‌কেন। এ ছাড়া রক্তদা‌নে উৎসাহ দেওয়া, বিনা মূল্য রক্ত‌ের গ্রুপ নির্ণয় ও বিভিন্ন সামা‌জিক কর্মকা‌ণ্ডে মানু‌ষের পা‌শে দাঁড়া‌নোই তাঁদের লক্ষ্য। সরকা‌রি বাঙলা ক‌লেজ, ঢাকা
ছ‌বি: এ‌ বি আরিফ
৭ / ৯
সারা দিন আলো দেওয়ার পর তার আলোও একসময় শেষ হয়ে যায়..! ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ছবি: এস বি বাধন
৮ / ৯
জমানো টাকা থেকে চটপটি কিনে সবাই মিলে খাচ্ছে পথশিশুরা। অনেক টাকা দিয়ে দামী রেস্তোরাঁ কিংবা ক্যাফেতে তারা খেতে যেতে পারে না। অথচ পড়ালেখা আর খেলার বয়সে পরিবারের দায়িত্ব নিয়ে কাজ করে হঠাৎ সবার মেলবন্ধনে এমন তৃপ্তি দামী রেস্তোরাঁয়েও মেলে না। ছবিটি ১০ নভেম্বর মৌলভীবাজার পৌরসভা এলাকা থেকে তোলা
ছবি: রেজাউল করিম প্রিন্স
৯ / ৯
সকালে কাজের খোঁজে ছুটে চলেছেন হার না মানা অদম্য মানুষ। শৈলকূপা উপজেলা, ঝিনাইদহ, ১০ নভেম্বর। ছবি: রাজিব মাহমুদ টিপু