পাঠকের ছবি

১ / ৭
বেলা শেষে রাখাল গরু নিয়ে বাড়ি ফিরছে। ছবিটি সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলার নখারপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৭
ঘোড়ার গাড়ি একসময় গ্রামীণ সংস্কৃতির অনুষঙ্গ ছিল। মানুষের প্রধান বাহন ছিল ঘোড়ার গাড়ি। আদতে দুর্গম অঞ্চলের মানুষ তখন কৃষিপণ্যসহ প্রয়োজনীয় পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ি ব্যবহার করত, এমনকি বিয়ে কিংবা গ্রামীণ জনপদের বৌ-ঝি নাইওরে যেত ঘোড়ার গাড়িতে। কালের পরিক্রমায় এখন পিচঢালা পথে পথে কদাচিৎ দেখা মেলে ঘোড়ার গাড়ির। রামভদ্রপুর, ফুলপুর, ময়মনসিংহ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: কামরুল হাসান কামু
৩ / ৭
শৈশবের স্মৃতি সবাইকে তাড়া করে। ফিরে যেতে ইচ্ছা করে দুরন্তপনায়। তারা ব্যস্ত তাদের দোকানঘর সাজাতে
ছবি: নূর মোহাম্মদ মিয়া
৪ / ৭
কুয়াশাচ্ছন্ন সকাল জানিয়ে দিচ্ছে, শীতের আগমন ঘটছে প্রকৃতিতে। রাঙ্গুনিয়া, চট্টগ্রাম, ৬ নভেম্বর
ছবি: কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম
৫ / ৭
দীপাবলি উৎসব উপলক্ষে ৫ নভেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর চালিবন্দর এলাকার মহাশ্মশান ও গৃহে মোমবাতি প্রজ্বালন করা হয়
ছবি: আহমেদ শাহীন
৬ / ৭
সন্তানের পড়াশোনা চালাতে শাপলা বিক্রি করছেন বৃদ্ধ বাবা। ভার্সিটি গেট, সিলেট, ৩ নভেম্বর
ছবি: দেলোয়ার হোসেন
৭ / ৭
পোষা প্রাণীকে খাবার দিচ্ছেন এক ব্যক্তি। স্লুইসগেট এলাকা পীরগঞ্জ, রংপুর, ১ নভেম্বর
ছবি: মাসুদার রহমান