পাঠকের ছবি

১ / ৮
শীতের আগে মেঘহীন আকাশ। দূর থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে ছবিটি সম্প্রতি তোলা। ছবি: ওয়াহিদুল হুদা ডালটন
২ / ৮
পড়ন্ত বিকেলের সূর্য, রেলব্রিজের ওপর দিয়ে বয়ে চলা রেলগাড়ি আর লাল টুকটুকে ফুল—সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশের জন্ম দিয়েছে। কুমিল্লার পালপাড়া এলাকায় গোমতী নদীর পাড় থেকে ছবিটি তোলা। ছবি: শাহরিয়ার এম সোহান
৩ / ৮
শেষ বিকেলের প্রশান্তি, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে কাঠ কেটে আপন নীড়ে ফিরে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা। শমসের নগর চা–বাগান, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: মোয়াজ্জেম হোসাইন জুনেদ
৪ / ৮
সমুদ্র থেকে মাছ ধরে বাড়ি ফিরছেন জেলেরা। মেরিন ড্রাইভ, কক্সবাজার, ১ অক্টেবর
ছবি: মাসুদার রহমান
৫ / ৮
কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিচ্ছে। ছবিটি যশোর-মহেশপুর সড়ক থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
৬ / ৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নানা স্মৃতি জড়িয়ে আছে এ মাঠকে কেন্দ্র করে। মহামারি করোনায় শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে এত দিন নিস্তেজ হয়ে এ মাঠ যেন অপেক্ষার প্রহর গুনছিল, কবে ফিরবেন শিক্ষার্থীরা! দাপিয়ে বেড়াবে আবার মাঠজুড়ে। অবশেষে দীর্ঘ দেড় বছরের বেশি সময় বন্ধের পর এ মাসে খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। হ্যান্ডবল গ্রাউন্ডে তাই আবারও বাড়তে শুরু করেছে শিক্ষার্থীদের আনাগোনা। এ মাঠে গড়ানো ফুটবলে পায়ের প্রতিটি স্পর্শ এখন প্রাণের স্পন্দন জোগাতে শুরু করেছে নতুন করে
ছবি: মো. শাদমান শাবাব
৭ / ৮
শখের বাগানে নতুন অতিথি এসেছে, ফুটেছে ফুল। সাভার, ঢাকা, ২০ অক্টোবর
ছবি: মো. রাকিবুল হাসান
৮ / ৮
সোনালী আঁশের দেশ বাংলাদেশ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ দেশ। রায়গঞ্জ, সিরাজগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
মো. হেদায়েতুল ইসলাম