পাঠকের ছবি

১ / ৮
মৃৎশিল্পী শাপলা রানী হিটারের কয়েল তৈরি করছেন। ছবিটি সম্প্রতি রংপুরের মিঠিপুর পাল পাড়া থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
২ / ৮
হাওরে ভেসে যাচ্ছে ট্রলার। নিকলি হাওর, কিশোরগঞ্জ, ৩ সেপ্টেম্বর
ছবি: তরিকুল ইসলাম ইমন
৩ / ৮
সকালের রোদে সবুজ ধানখেতের ওপর শিশিরবিন্দু প্রকৃতিকে শীতের আভাস দিচ্ছে। ছবিটি সম্প্রতি রংপুরের ধূলগাড়ি গ্রাম থেকে তোলা
ছবি: মাসুদার রহমান
৪ / ৮
তানিশা, তানিম। দুই ভাই–বোনের দৃষ্টি লাল টুকটুকে সূর্যের দিকে। ছবিটি বাগেরহাটের মোল্লাহাট, বড়ঘাট এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম খোকন
৫ / ৮
শুন্য ও সবুজ ক্যাম্পাসের একাংশ। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মূল ভবনের ছয়তলা থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. জাফর আলী
৬ / ৮
হাওরে রাস্তার পাশে বড়শি দিয়ে মাছ ধরছে ছোট ছোট শিশু। শিশুদের মাছ ধরাটা নিতান্তই শখের বশে হলেও পরিবারকে মাছের চাহিদা মেটাতে অনেকটা সাহায্যও করে। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৭ / ৮
শরৎ এসেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সবুজের ফাঁকফোকরে ফুটছে কাশফুল। প্রাণহীন ক্যাম্পাসকে প্রাণবন্ত করেছে কাশবনগুলো। গত বুধবার বিকেলে তোলা ছবি
ছবি: মো. রাকিবুল হাসান
৮ / ৮
জীবন যেখানে যেমন। ছবিটি বগুড়া আদমদীঘি সান্তাহার জংশন থেকে সম্প্রতি তোলা
ছবি: ইউনুস আলী ফাইম