পাঠকের ছবি

১ / ১২
ইট–কাঠ পাথরের শহরেও দেখা মেলে রংধনু। কারওয়ানবাজার, ঢাকা, ৭ সেপ্টেম্বর
ছবি: মানসুরা হোসাইন
২ / ১২
পদ্মবিলে পদ্ম ফোঁটার অপেক্ষায়। চিনেডাঙ্গা পদ্মবিল, বড়াইগ্রাম, নাটোর, ৩ সেপ্টেম্বর
ছবি: ফাত্তাহ তানভীর রানা
৩ / ১২
‘মনপুরা’ ছবির চরের বাড়ির মতোই মায়াবী এ মধুমতীর চরের বাড়িটি। মনপুরার চরের মতো হয়তো অদ্ভুত কোনো প্রেমের গল্প তৈরি হয়নি এখানে, কিন্তু আছে সাবলীল সংসার। সঙ্গে আছে অপরূপ সৌন্দর্যের হাতছানি। বাড়িটিতে আষ্টেপৃষ্ঠে ঘিরে আছে কাশফুল, কাশফুলে ঢেউ খেলিয়ে বইতে থাকে বাতাস। সন্ধ্যা হলে ঝিঁঝি পোকার ডাক শোনা যায়, সঙ্গে নদীর স্রোতের শব্দ। একটু রাত হলেই জোনাকিতে ভরে যায় চারপাশ, চলতে গেলে শরীরে জড়িয়ে যায় শত শত জোনাকি। নেই বিদ্যুতের ব্যবস্থা, নদীর ওপার থেকে চার্জ দিয়ে নিয়ে আসতে হয় ইলেকট্রিক যন্ত্রপাতি। পারাপারের জন্য নদীর চরে বাঁধা থাকে ব্যক্তিগত নৌকা। কী এক মায়াবী জায়গা! লোহাগড়া, নড়াইল। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জহির রায়হান তাজ
৪ / ১২
দিগন্তজোড়া ফসলের খেত। আর কিছুদিন পর ঘরে উঠবে সোনালি ফসল। আগলা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ
৫ / ১২
সকাল প্রায় সাতটা। জীবিকার তাগিদে শহর থেকে গ্রামের উদ্দেশে বাইসাইকেল নিয়ে রওয়ানা হয়েছেন হরেক মাল বিক্রেতা। ছবিটি ৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের শমশেরনগর রোড থেকে থেকে তোলা
ছবি: শুভ গোয়ালা
৬ / ১২
বাংলাদেশের প্রাচীন মাছ ধরার কৌশল হিসেবে ঝাঁকি বা খেয়া জাল অন্যতম। মাছ শিকারের জন্য তীর থেকে রশিটি হাতে রেখে এভাবেই জাল পানিতে ছুড়ে মারা হয়। পরে রশি ধরে টেনে জাল তোলে মাছ শিকারি। ছবিটি নওগাঁর সাপাহার উপজেলার আইহাই এলাকায় একটি বিল থেকে ৪ সেপ্টেম্বর তোলা
ছবি: সোহেল চৌধুরী
৭ / ১২
পড়ন্ত বিকেলে রাস্তার পাশে জাল দিয়ে মাছ ধরছেন একজন যুবক। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১২
পাটকাঠি থেকে আঁশ ছাড়ছেন পাটচাষি। এ দৃশ্য এখন আর তেমনটা দেখা যায় না। কাজলার বিল, ভোলাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ
৯ / ১২
গ্রামবাংলার রান্নাঘরের ঐতিহ্য বহনকারী ‘হেঁশেল’, যাকে আমরা মাটির চুলা নামেই চিনি। এখানে রান্না করা কিছু কোনো দিন না খেলে বোধ হয় মিস করলেন! বিরুলিয়া, সাভার, ঢাকা
ছবি: রবিউন নাহার তমা
১০ / ১২
গাছে জাম্বুরা খাচ্ছে কাঠবিড়ালি। ছবিটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: অনির্বাণ সেনগুপ্ত
১১ / ১২
নবীন কৃষ্ণচূড়া। ছবিটি গাজীপুরের টঙ্গী এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম
১২ / ১২
পানের বরজের পরিচর্যায় ব্যস্ত পানচাষি। বিরাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ