পাঠকের ছবি

১ / ১০
পাবনার আটঘরিয়ার গোপালপুরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোষ বংশের গিরি ঘোষের ইন্দারা (কুয়া)। কত যুগ আগের এ কুয়া, সে হিসাব জানা না গেলেও রয়েছে কিছুটা সুস্পষ্ট ধারণা। রাজাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল মমিন রচিত ‘অতিতান্ত বর্তমান গোপালপুর ও এর সংস্কৃতি’ (২০১২) থেকে জানা যায়, গোপাল এ গ্রামে প্রথম জমিদারি করেন। তাঁর মৃত্যুর পর জমিদারি করেন গিরি ঘোষ, হিম ঘোষ, শসধর ঘোষ, পূর্ণবৈরাগীসহ অনেকেই। তাঁদের মধ্যে গিরি ঘোষ অনেক দিন জমিদারি করেন। তাঁর জমিদারির সময়ে একটি কূপ নির্মাণ করেন, এটিই বর্তমানে ইন্দারা (গিরি ঘোষের ইন্দারা) নামে পরিচিত। গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের পেছন দিকে কুয়াটি অবস্থিত। বর্তমান যুগের মতোই ইট–সিমেন্টে বাঁধানো হয়েছিল কুয়াটি। ওপরে ও বাইরের অংশ ক্ষয় হয়েছে অনেকাংশে। বর্তমানে ময়লা, আবর্জনায় ভরে যাচ্ছে কূপটি। স্থানীয় শিক্ষকদের দাবি, কুয়াটিকে প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে স্বীকৃতি দিয়ে ধ্বংসের কবল থেকে রক্ষা করে পরবর্তী প্রজন্মকে জানার ব্যবস্থা করতে হবে
ছবি: মুরাদ হোসেন
২ / ১০
করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলছে প্রায় দেড় বছর ধরে। এমতাবস্থায় শিক্ষার্থীদের মনোজগতে সৃষ্টি হচ্ছে বিরূপ প্রতিক্রিয়ার। বিরূপ প্রতিক্রিয়াকে অনুকূল করার প্রচেষ্টা একটাই, তা হলো স্বাভাবিকতায় ফিরে যাওয়া। তবে সাময়িক সময়ের শান্তি, স্বস্তি উপভোগের জন্য প্রাকৃতিক নৈসর্গিকতা হতে পারে চমকপ্রদ এক উপকরণ৷ বাতাসের দোলাচলে মনকে যা করে তুলতে পারে ভাবনাহীন বিহঙ্গের মতো। সাজনপুর, ভেদরগঞ্জ, শরীয়তপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: অভিক সাহা
৩ / ১০
চারপাশে জলাশয়। মাঝখানের সমভূমিতে সুন্দর ছোট টাওয়ারটি। মাথিউরা চা-বাগান, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: জান্নাত জুবায়দা ইপা
৪ / ১০
তপ্ত দুপুরে ছাগলের পাল আর ভেড়াকে হেঁটে হেঁটে ঘাস খাওয়াচ্ছেন এক নারী। আগলা, দাউদপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ
৫ / ১০
‘মনপুরা’ ছবির চরের মতোই মায়াবী এই মধুমতীর চর। মনপুরার চরের মতো হয়তো অদ্ভুত কোনো প্রেমের গল্প তৈরি হয়নি এখানে, তবে সঙ্গে আছে অপরূপ সৌন্দর্যের হাতছানি। আছে কাশফুল, কাশফুলে ঢেউ খেলিয়ে বইতে থাকে বাতাস। সন্ধ্যা হলে ঝিঁঝির ডাক শোনা যায়, সঙ্গে নদীর স্রোতের শব্দ। একটু রাত হলেই জোনাকিতে ভরে যায় চারপাশ, চলতে গেলে শরীরে জড়িয়ে যায় শতসহস্র জোনাকি। নেই বিদ্যুতের ব্যবস্থা, নদীর ওপার থেকে চার্জ দিয়ে নিয়ে আসতে হয় ইলেকট্রিক যন্ত্রপাতি। পারাপারের জন্য নদীর চরে বাঁধা থাকে ব্যক্তিগত নৌকা। কী এক মায়াবী জায়গা! লোহাগড়া, নড়াইল
ছবি: জহির রায়হান
৬ / ১০
শরীয়তপুরের জাজিরা থানাধীন পূর্ব নাওডোবা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গল খাঁর কান্দিরে দেড় শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র পথ এটি। পথের পৌনে এক কিলোমিটার কাঁচা রাস্তা। গ্রামের তিন-চতুর্থাংশ মানুষ দিনমজুর, তাঁদের অনেকে আবার অটো, ভ্যানগাড়ির চালক। জীবিকার তাগিদে নিত্যদিনের প্রয়োজনীয় মালামাল আনা–নেওয়া, শিশু-কিশোরদের স্কুলে যাওয়া, অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া ও অন্যান্য প্রয়োজনীয় জরুরি কাজে চলাচলে ব্যাঘাত ঘটে রাস্তার কারণে। অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স দূরে থাক, অটোরিকশা চলাচলই দুরূহ। ২০০ থেকে ৩০০ একর জমির ফসল বাজারে আনা–নেওয়ার জন্য ভরসা রাস্তাটি। কিন্তু বর্ষাকালে কিংবা অন্য সময়ে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। এলাকাবাসী হয়ে পড়েন অসহায়। কেউ কেউ জীবিকার জন্য বের হতে পারেন না। এ অবস্থায় জনদুর্ভোগ এড়াতে মানুষের কল্যাণে দ্রুত রাস্তাটি মেরামত প্রয়োজন। রাস্তাটি মেরামতের জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও যথাযথ কর্তৃপক্ষের নিকট জনগণের আকুল আবেদন। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হোসাইন মোহাম্মদ মোশাররফ
৭ / ১০
পড়ন্ত বিকেলে রাস্তার পাশে জাল দিয়ে মাছ ধরছেন এক যুবক। নেত্রকোনার কলমাকান্দার চত্রংপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
৮ / ১০
অস্তমিত সূর্যের লালচে শিখা বলে যাচ্ছে, শেষ নয়, নতুন করে আবার আসব। ছবিটি ২ সেপ্টেম্বর টাঙ্গাইলের ভূঞাপুরের কুঠিবয়ড়া থেকে তোলা হয়েছে
ছবি: মো. আসলাম
৯ / ১০
গৌধূলি আকাশে ছিন্নবিচ্ছিন্ন মেঘ। আছুরি ঘাট, কুলাউড়া, মৌলভীবাজার, ৩০ আগস্ট
ছবি: তরিকুল ইসলাম ইমন
১০ / ১০
রূপগঞ্জ-দাউদপুর সড়কের দেবই এলাকায় সড়কের একাংশ ধ্বসে পড়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেবই, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ