পাঠকের ছবি

১ / ১১
চট্টগ্রামের ফুসফুসখ্যাত সিআরবি এলাকার এই জায়গার নাম শিরীষতলা। ইট-পাথরের শহরে একটু স্বস্তির নিশ্বাস নেওয়ার জন্য শহরবাসী ছুটে আসেন এখানে। সম্প্রতি এখানে পাহাড় কেটে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাছুম কামাল
২ / ১১
ইট–পাথরের শহর ঢাকা‌। যেদিকেই চোখ যায়, সেদিকেই শুধু বহুতল ভবন। মাঝেমধ্যে ফাঁকা জায়গা চোখে পড়লেও তা ময়লা–আবর্জনার স্তূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। খেলাধুলার মাঠ এই শহরে অতি দুর্লভ। মূল শহরের বাইরে দু–একটা ছোট্ট খেলার মাঠ দেখা মেলে। বিকেল হলেই এ ছোট্ট মাঠেই চলে হরেক রকমের খেলা। ছবিটি রাজধানীর ডেমরা থানার দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাসংলগ্ন মাঠ থেকে তোলা
ছবি: শাহ মুহাম্মদ আব্দুল্লাহ
৩ / ১১
বিল থেকে তোলা পদ্মফুল আর লাল শাপলা বিক্রি করে সংসার চলে আজিজুল ইসলামের। জিন্দা পার্ক, রূপগঞ্জ, নারায়ণঞ্জ, ২৮ আগস্ট
ছবি: রাসেল আহমেদ
৪ / ১১
ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু...। বকশীবাজার, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা
৫ / ১১
বন্যায় চারপাশ পানিতে থই থই করছে। বাড়ির আঙিনায় চলে এসেছে যমুনার পানি। তাই তো শিপজাল পেতে মাছ ধরার চেষ্টা। ছবিটি গত ২৭ আগস্টে টাঙ্গাইলের ভূঞাপুরের চুকাইনগর এলাকা থেকে তোলা হয়েছে
ছবি: মো. আসলাম
৬ / ১১
রাতের বৃষ্টিস্নাত ইসলামী বিশ্ববিদ্যালয়। ২১ আগস্ট
ছবি: তাজওয়ার আহমেদ তনয়
৭ / ১১
ছোটবেলার বন্ধুরা আসলেই একটু বিশেষ। এর মধ্যে কোনো জটিলতা থাকে না। থাকে শুধু আন্তরিকতা ও ভালোবাসা। ছবিটি সম্প্রতি বাগেরহাটের কচুয়া উপজেলার সাংদিয়া গ্রাম থেকে তোলা
ছবি: সুকান্ত দাস
৮ / ১১
ঝরনায় ফুটেছে পুটুস ফুল। ছবিটি গত ৩১ আগস্ট মৌলভীবাজারের জুড়ির জামকান্দি ঝরনা থেকে তোলা
ছবি: তরিকুল ইসলাম ইমন
৯ / ১১
বালুভর্তি নৌকাশ্রমিকেরা ঘাট থেকে বালু ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। নেত্রকোনার কলমাকান্দার চানপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মো. মাহাবুবুর রহমান
১০ / ১১
গ্রামের চোখজুড়ানো সবুজ প্রকৃতি যে কারও নজর কাড়বে। ছবিটি চুয়াডাঙ্গার হাসাদহ- আন্দুলবাড়িয়া সড়ক থেকে সম্প্রতি তোলা
ছবি: মো. শাহিন রেজা
১১ / ১১
শিশুদের জন্য নেই খেলার মাঠ, তাই ময়লার ভাগাড়ের পাশেই চলছে ক্রিকেট। কুলাউড়া জংশন, মৌলভীবাজার। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: আব্দুল ওয়াহিদ তালিম