পাঠকের ছবি

১ / ১২
আমাদের জাতীয় ফুল শাপলা, অপরূপ সাজে বর্ষার পানিতে ঠায় দাঁড়িয়ে আছে। ভোরের পরশে ছড়িয়ে পড়ে তার মাধুর্য। সম্প্রতি পদ্মাপাড়ের শরীয়তপুরের জাজিরার দক্ষিণ ডুবুলদিয়া বিল থেকে তোলা
ছবি: হোসাইন মোহাম্মদ মোশাররফ
২ / ১২
গ্রামের শিশু শৈশবের খেলায় মেতে উঠেছে। কুষ্টিয়া, ২ সেপ্টেম্বর
ছবি: তাজওয়ার আহমেদ তনয়
৩ / ১২
বর্ষা মৌসুমে বিলের পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরায় ব্যস্ত জেলে। কাটাগড়, রংপুর, ১ সেপ্টেম্বর
ছবি: মাসুদার রহমান
৪ / ১২
মাছ ধরছেন গ্রামবাংলার জেলেরা। পাশ দিয়ে যাচ্ছে হাঁসের ঝাঁক। হাকালুকি হাওর, ঘিলাছড়া জিরো পয়েন্ট, ফেঞ্চুগঞ্জ, ৩১ আগস্ট।
ছবি: মোয়াজ্জেম হোসাইন জুনেদ
৫ / ১২
পাটকাঠি রোদে শুকানো হচ্ছে। বেলাব, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ১ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ
৬ / ১২
একদল কিশোর খেলায় মেতে উঠেছে। বগুড়া সদর, ২ সেপ্টেম্বর
ছবি: আরিফ শেখ
৭ / ১২
সন্ধ্যা নেমে এসেছে, সারা দিন হাওরবিলাসের পর এবার পালা ফিরে যাওয়ার। হাকালুকি হাওর, ফেঞ্চুগঞ্জ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুলতান মাহবুব
৮ / ১২
ছোট আখিয়া নদীর পাড়ে কৃষিজমিতে আমন ধান রোপণ করছেন কৃষক। রংপুর, ২৮ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৯ / ১২
ঝরনার রাস্তা দিয়ে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন রাখাল। জামকান্দি ঝরনা, জুড়ি, মৌলভীবাজার, ৩১ আগস্ট
ছবি: রেজাউল করিম প্রিন্স
১০ / ১২
ট্রেন স্টেশনে এসে থামতেই সেখানে হাজির হতদরিদ্র এই মা। লক্ষ্য, ট্রেন থেকে ফেলে দেওয়া খালি বোতল ও চিপসের প্যাকেট কুড়ানো। কুলাউড়া রেলস্টেশন, মৌলভীবাজার
ছবি: মোয়াজ্জেম হোসাইন জুনেদ
১১ / ১২
প্রকৃতির এক অপরূপ মায়াবী ঝরনার সৌন্দর্য উপভোগের জন্য এসেছেন পর্যটকেরা। জাফলং, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সুলতান মাহবুব
১২ / ১২
এখন আর আগের মতো পাট চাষ হয় না। সোনালি আঁশ পাট চাষ হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেলাব ইউনিয়নে। পাটকাঠি থেকে পাট ছাড়িয়ে রোদে শুকানো হচ্ছে। ১ সেপ্টেম্বর
ছবি: রাসেল আহমেদ