পাঠকের ছবি

১ / ১৩
বৃষ্টির মধ্যে কলাগাছের ভেলায় পার হচ্ছেন এক ব্যক্তি। বড় বিলা, পীরগঞ্জ, রংপুর, ৩০ আগস্ট
ছবি: মাসুদার রহমান
২ / ১৩
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের একটি কওমি মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র আবদুল্লাহ। মাদ্রাসার সব শিক্ষার্থী বারান্দায় বসে দুপুরের খাবার খাচ্ছিল। চুপি চুপি ক্যামেরায় ক্লিক করার জন্য সামনে গেলে তার আগমুহূর্তে হঠাৎ দেখে ফেলায় একটা মায়াময় হাসি গুজে দেয় আবদুল্লাহ। ছবিটি গত সোমবার তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ১৩
ফুলের ওপরে বসে আছে বাহারি এক প্রজাপতি। মাগুরা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মারুফ হোসেন
৪ / ১৩
মেঘ যেন রং হয়ে মিশেছে সূর্যোলোকের সঙ্গে। ছবিটি বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে সম্প্রতি তোলা
ছবি: আহনাফ সায়েম ইনজাম
৫ / ১৩
প্রতিদিন নতুন ফুলের স্বপ্ন দেখে শোভিক। ফুলকে ভালোবেসে ঘাসফুলের বাগান করেছে ছোট্ট এই শিশু। বগুড়ার সারিয়াকান্দি নিজবলাইল এলাকা থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: খোরশেদ আলম খোকন
৬ / ১৩
ইট–পাথরের শহরে শরতের আকাশে সাদা মেঘের ভেলা। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত ৩০ আগস্ট তোলা
ছবি: রাশেল ইসলাম
৭ / ১৩
কেও বা কেওমুল। আদার সমগোত্রীয় এ গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। কুস্তা, কেমুক, বনডুগি, বন্দুই, কিমাক, কুরা, টিয়াটট, পুশকারমূল (মারাঠি), কেওকন্দ (হিন্দি), যম লাখুটি (অসমীয়া), থেবু (সিংহলি), পাকারমূল (গুজরাটি), কোস্টাম (তামিল), কোস্টা (কানাড়া) ইত্যাদি
ছবি:সুলতান মাহবুব
৮ / ১৩
রংধুন! ছবিটি গত সোমবার মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মো. সামিউল বাশার
৯ / ১৩
সুনিবিড় মায়া আর বিশালতার এক বিপন্ন ভয় ছড়িয়ে আছে এখানে। মোলহেড, বড় স্টেশন, পর্যটন এরিয়া, চাঁদপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মাছুম কামাল
১০ / ১৩
জীবনের ঝুঁকি নিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা পারাপার
ছবি: ইশতিয়াক হোসেন
১১ / ১৩
শুরু হয়েছে ধানের মৌসুম। সবুজের সমারোহে ছেয়ে গেছে চারপাশ। নতুন রূপ ধারণ করেছে প্রকৃতি। ছবিটি গত রোববার (২৯ আগস্ট) মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রাম থেকে তোলা
ছবি: মো. সামিউল বাশার
১২ / ১৩
ধলিয়ার হাওরের মনোরম দৃশ্য। ছবিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরিঘাট থেকে গতকাল মঙ্গলবার তোলা
ছবি: সালাউদ্দিন
১৩ / ১৩
হারিয়ে যাওয়া ঐতিহ্য গরুর হাল আজও টিকে আছে। ফসলের মাঠ, গোপালবাড়ি গ্রাম, শাখারিয়া ইউনিয়ন, সদর উপজেলা, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: হারুন উর রশিদ