পাঠকের ছবি

১ / ১৩
দূর থেকে দেখলে আপনার মনে হবে ছোটখাটো একটি জলাশয়, কিন্তু আপনার এমন ধারণা ভুল। এটি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কেশরগঞ্জ বাজার–বাগানবাড়ি চৌরাস্তা যাওয়ার চিত্র। পুরো রাস্তার অধিকাংশ জায়গাতেই এমন খানাখন্দ আর গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ জন্য প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনার শিকার হতে হচ্ছে যানবাহনে করে রাস্তা দিয়ে যাতায়াত করা পথচারীদের। স্থানীয় এলাকাবাসীর দাবি, যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন রাস্তা মেরামতের উদ্যোগ গ্রহণ করে। ছবিটি গত বুধবার পলাশীহাটা গ্রাম থেকে তোলা
ছবি: ইমতিয়াজ আহমেদ
২ / ১৩
জীবিকার প্রয়োজনে আখের রস বিক্রি করছে ছোট ছেলেটি। পাহাড়ঘেরা অপরূপ পরিবেশে কাজ করে চালিয়ে নিচ্ছে জীবিকার বাহন। জাফলং, সিলেট। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: সুলতান মাহবুব
৩ / ১৩
শিক্ষার্থী‌দের অপেক্ষায় নতুন ভবন। ক‌লেজ খুল‌লেই এখা‌নে শুরু হ‌বে ক্লাস, পরীক্ষা। সরকারি বাঙলা ক‌লেজ, মিরপুর, ঢাকা, ২৪ আগস্ট
ছ‌বি: এ বি আরিফ
৪ / ১৩
দামি বিছানা নেই, দামি বালিশ নেই, মাথার ওপরের বৈদ্যুতিক পাখা নেই অথচ তারা ফুটপাতেই অঘোরে ঘুমাচ্ছে। রামপুরা, ঢাকা, ২৫ আগস্ট
ছবি: রাব্বি হোসেন
৫ / ১৩
বাড়ি ফিরে এসো সন্ধ্যা নামার আগে! যমুনায় সূর্যাস্ত! কুঠিবয়ড়া, ভূঞাপুর, টাঙ্গাইল, ২২ আগস্ট
ছবি: মো. আসলাম
৬ / ১৩
রাতের বেলা ছোট পাখিরা পাটগাছে। জয়রামবের, রাঙ্গামাটিয়া, কালিগঞ্জ, গাজীপুর। ছবিটি সম্প্রতি তোলা
ছরি: শাওন রিবেরু
৭ / ১৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে রাস্তার এক পাশে বসে রাখাল গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছেন। ছবিটি মৌলভীবাজারের কুলাউড়ার হিংগাজিয়া থেকে সম্প্রতি তোলা
ছবি: শুভ গোয়ালা
৮ / ১৩
কাকগুলোকে দেখে মনে হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আড্ডা চলছে। প্রজাপাড়া, রংপুর, ২৫ আগস্ট
ছবি: মাসুদার রহমান
৯ / ১৩
ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে। সবুজের বুক চিরে কুঁড়েঘর। ছবিটি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ফসলের মাঠ থেকে সম্প্রতি তোলা
ছবি: হারুন উর রশিদ
১০ / ১৩
ভাইয়া একটা ছবি তোলেন। যেই কথা সেই কাজ। পোজটা দারুণ ছিল। চান্দেরকোলা, কচুয়া, বাগেরহাট, ২৫ আগস্ট
ছবি: চিরঞ্জিত দাস
১১ / ১৩
জাফলং। সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি পর্যটনস্থল। এটি সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর–পূর্বে। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে যার অবস্থান। পাহাড় আর নদীর মিশেলে জাফলং প্রকৃতিকন্যা হিসেবেই সবার কাছে পরিচিত। পিয়াইন নদের তীরে স্তরে স্তরে বিছানো পাথরের স্তূপ জাফলংকে করেছে নজরকাড়া দৃষ্টিনন্দন
ছবি: মো. কামরুল ইসলাম
১২ / ১৩
মাছ ধরা শেষে সন্ধ্যাবেলায় জেলের বাড়িফেরা। বড়বিল পাড়, রংপুর, ২৫ আগস্ট
ছবি: মাসুদার রহমান
১৩ / ১৩
আঁধারে ফোটা গোলাপ। ছবিটি সম্প্রতি তোলা
ছবি: রবিউন নাহার তমা