পাঠকের ছবি

১ / ১১
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হয়ে উঠেছে অথই জলরাশির হালতি বিল। বর্ষার পানিতে বিলটি পরিপূর্ণ হলে সমুদ্রের মতো দেখায়। এ সময় বিলের মাঝে ছোট ছোট গ্রামগুলো যেন হয়ে ওঠে দ্বীপের মতো। এ কারণেই অনেকেই হালতি বিলকে মিনি কক্সবাজার বলে থাকে। হালতি বিল, নলডাঙ্গা উপজেলা, নাটোর, ২৩ জুলাই।
ছবি: মো. আলভী শরীফ
২ / ১১
বর্ষায় করতোয়া নদী। শেরপুর, বগুড়া। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: স্বচ্ছতোয়া সারিণী
৩ / ১১
নিত্যদিনের কাজ শেষে চিরচেনা গাঁয়ের পথ ধরে বাড়ি ফিরছেন কিষানি। চৌগ্রাম, সিংড়া, নাটোর। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: নয়ন দাস
৪ / ১১
মনু নদীতে পানি বেড়ে গেছে। পানির তীব্র স্রোত থাকায় জেলের জাল মুচড়ে গেছে। জাল পানির তীব্র স্রোতে ভেসে না যায়, সে জন্য পাড়ে তুলে রেখেছেন জেলে। ছবিটি গত শুক্রবার তোলা। সুইসগেট এলাকা, মৌলভীবাজার।
ছবি: শুভ গোয়ালা
৫ / ১১
জনপ্রিয় খেলা দাবা। তারই কয়েকটি ঘুঁটি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা।
ছবি: রুপক সাহা গৌরব
৬ / ১১
খেলনার দোকানে মালিকের সঙ্গে পোষ মানা বানর। বাচ্চাদের আকর্ষণের মূল কেন্দ্র হচ্ছে এ বানর। বানর দেখিয়ে মনের আনন্দে খেলনা কিনে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের মা–বাবা। নালিতাবাড়ী বাইপাস রোড, শেরপুর। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: সিফাত শাহরিয়ার
৭ / ১১
ছবিটি বর্ষার পরে নদীতে মাছ ধরার মুহূর্তের। ছবিটি ঠাকুরগাঁওয়ের সেনুয়া ব্রিজ থেকে সম্প্রতি তোলা।
ছবি: প্রীতম দেব
৮ / ১১
মুক্ত প্রকৃতিতে জল পান করছে ঘোড়াটি। ছবিটি কক্সবাজারে জলবায়ু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বিশেষ আশ্রয় প্রকল্প এলাকা থেকে সম্প্রতি তোলা।
ছবি: আদনান হারুন
৯ / ১১
বর্ষায় করতোয়া। বগুড়ার শেরপুর থেকে ছবিটি সম্প্রতি তোলা ছবি।
ছবি: স্বচ্ছতোয়া সারিণী
১০ / ১১
শেষ বিকেলে আকাশজুড়ে সাদা মেঘ। পেছনেই জলবায়ু ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য বিশেষ আশ্রয়ণ প্রকল্প এলাকা। খুরুশকুল, কক্সবাজার, ২২ জুলাই।
ছবি: সেখ মো. আলমগীর কবির
১১ / ১১
ইঞ্জিনচালিত নৌকায় গন্তব্যে যাচ্ছেন মাঝি। ছবিটি শুক্রবার তোলা। ফরেস্ট রোড এলাকা, মৌলভীবাজার।
ছবি: শুভ গোয়ালা