পাঠকের ছবি

১ / ১১
বর্ষায় মাঠে পানি জমেছে আর তিন কিশোর মেতেছে মাছ ধরার উৎসবে। ছবিটি সম্প্রতি তোলা হয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে।
ছবি: আরাফাত আরু
২ / ১১
কালের অমর কীর্তি শতবর্ষী বৃক্ষ। যশোর রোড।
ছবি: তৃপ্তি সেন
৩ / ১১
সোনালি আঁশ পাটের জাগ দিচ্ছেন এক কৃষক। পাঁচলগাছি গ্রাম, পীরগঞ্জ, রংপুর, ১২ জুলাই।
ছবি: মাসুদার রহমান
৪ / ১১
গোধূলি লগ্নে ঘরে ফেরার তাগিদে ভাসমান তরি ছুটে চলেছে হাওরে। শত বিপৎসংকুল ও প্রতিকূলতা ঠেলে সকলি ছুটে চলে চেতন-অচেতনে সুখের সন্ধানে আপন আলয়ে। নেত্রকোনার কলমাকান্দার পূর্ব বাজার থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. মাহাবুবুর রহমান
৫ / ১১
পড়ন্ত বিকেলে দল বেঁধে ফুটবল খেলায় মত্ত পাড়ার ছেলেরা। শেখেরগাঁও, মেঘনা, কুমিল্লা, ১৯ জুলাই।
ছবি: রাব্বি হাসান
৬ / ১১
সোনালি আঁশ পাট। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে একসময় পাটের প্রচুর আবাদ হতো। আস্তে আস্তে এসব এলাকায় পাটের আবাদ কমে এসেছে। ব্রাহ্মণবাড়িয়ার এক পাটচাষি আঁশ ছাড়ানোর পর সেই আঁশ বাঁশের মাঁচায় রোদে শুকাচ্ছেন। ছবিটি ১৭ জুলাই নবীনগর উপজেলার লাপাং-নবীপুর এলাকা থেকে তোলা।
ছবি: মোহাম্মদ আলাউদ্দিন
৭ / ১১
বর্ষাকালে বাংলার চারদিক থইথই পানিতে ভরপুর থাকে। নদীমাতৃক আমাদের দেশের খাল-বিল–নদীতে পাওয়া যায় নানা রকম মাছ। মাছের সঙ্গে বাঙালির সখ্য বহু আগে থেকেই। তাই তো বলা হয় ‘মাছে-ভাতে বাঙালি’। ছবিতে এক জেলে নৌকা থেকে অভিনব পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করছেন। ছবিটি সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সুরমা নদী থেকে সম্প্রতি ধারণ করা।
ছবি: মো.আবীর আল নাহিয়ান।
৮ / ১১
সূর্য তখন পশ্চিম আকাশে প্রায় ডুবন্ত অবস্থায়, কিশোর ছুটছিলেন নৌকা নিয়ে নিজ গন্তব্যে..। ছবিটি পাবনার ফরিদপুর উপজেলা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. তামিম সিফতুল্লাহ
৯ / ১১
নানা কারণে হারিয়ে যাচ্ছে পরিবেশবান্ধব এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে রক্ষাকারী পরম বন্ধু তালগাছ। বীজতলার আইলে দাঁড়িয়ে আছে দুটি তালগাছ, যেগুলো কিছুদিন পর শুরু হওয়া আমন রোপণে কৃষকদের ছায়ার পাশাপাশি ঝুঁকিমুক্ত রাখবে। কুমিল্লা সদরের বড় পুকুর পাড় এলাকা থেকে সম্প্রতি ছবিটি তোলা।
ছবি: নাজমুল হাসান
১০ / ১১
বেলা ফোরানোর আগে, প্রকৃতির কোলে হেলে পড়ছে ক্লান্ত সূর্য। বেতুয়া, চরফ্যাশন, ভোলা। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: হাসান মাহমুদ শুভ
১১ / ১১
জলাঞ্চলখ্যাত এলাকাগুলোতে বর্ষায় চলাচলের প্রধান বাহন হচ্ছে নৌকা। চলছে বর্ষাকাল। জলাঞ্চলখ্যাত এলাকাগুলোতে বেড়েছে নৌকার চাহিদা। তাই নৌকা তৈরির কারিগরেরাও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। নৌকা তৈরির এই দৃশ্যটি ১৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং এলাকা থেকে ধারণ করা।
ছবি: মোহাম্মদ আলাউদ্দিন