পাঠকের ছবি

১ / ১২
আষাঢ় গগন। শ্রীরামপুর, শৈলকূপা, ঝিনাইদহ। ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: আসিফ ইনজামান হৃদয়
২ / ১২
আষাঢ়ের বৃষ্টির আগে আখিরা নদীর পাড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ। পীরগঞ্জ, রংপুর, ২৩ জুন।
ছবি: মাসুদার রহমান
৩ / ১২
পরিচর্যা...। আবহাওয়া ভালো না থাকার কারণে এ বছর ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বর্ষালী ধানের চারা রোপণ করা হয়েছে গাইবান্ধার বেশ কয়েকটি জায়গায়। ভালো ফলনের আশায় পোকামাকড় দমনে কীটনাশক স্প্রে করছেন একজন কৃষিশ্রমিক। ছবিটি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন থেকে ২৪ জুন তোলা।
ছবি: কনক আহাম্মেদ
৪ / ১২
শিলাইদহ কুঠিবাড়ির চারদিকে ঝাউ, শিশু ও শালবীথিকায় ঘেরা। কবি গুরুর এ পল্লি ভবনের অপরূপ শোভা বহু দূরের পথিককেও আকর্ষণ করে। ছবিটি কুষ্টিয়ার শিলাইদহের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির আঙ্গিনা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. জুয়েল রানা
৫ / ১২
সকাল থেকেই মেঘলা আকাশ। দুপুরে রোদের দেখা মিললেও বিকেলে শুরু হয় বৃষ্টি, সঙ্গে শীতল বাতাস। উদাস বৃষ্টিস্নাত বিকেলে রাজধানীর বনানী লেকের এমন নান্দনিক রূপের নীরবতা যেন মানবিকতাকে হাতছানি দিয়ে ডাকে। ছবিটি সম্প্রতি রাজধানীর বনানী থেকে তোলা।
ছবি: মো. মেহেদী হাসান অর্ণব
৬ / ১২
বর্ষার পানি জমে অনাবাদি জমিতে জন্মেছে কচুরিপানা। ফুটেছে বেগুনি রঙের ছোট ছোট ফুল। সম্প্রতি গাজীপুরের শ্রীপুর থেকে তোলা ছবি।
ছবি: তুফান মাজহার খান
৭ / ১২
যত দূর চোখ যায় সবুজের পর সবুজ। কোথাও মিশেছে দিগন্তে! বিস্তীর্ণ ঘাসগুলো দিয়েছে অন্য রকম আমেজ। যেন প্রকৃতির কোলে আশ্রিত হয়েছে সবুজ গালিচা। তৈরি হয়েছে অপরূপ ও নয়নাভিরাম বিস্তৃত এক সবুজ আঙিনা। গ্রামের এমন সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে যে কারও চোখ জুড়িয়ে যাবে! গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে প্রশান্তিতে ভরিয়ে দেয়। অনিন্দ্য সুন্দর গ্রামটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবীনগরের। ২৩ জুন ছবিটি তোলা।
ছবি: মো. আবদুল হাকিম জুবাইর
৮ / ১২
ফুল ফুটেছে রাধাচূড়া। সিলেট নগরীর সড়ক বিভাজকের মাঝখানে সবুজ পাতা আর বাতাসে দোল খাচ্ছে লাল ফুল। মাথা উঁচু কিংবা কোমরসমান গাছগুলো সৌন্দর্য বাড়িয়েছে সিলেট নগরের। নগরের গুরুত্বপূর্ণ সড়কে দৃষ্টিনন্দন এসব রাধাচূড়া গাছ ইতিমধ্যে পথচারীদের নজর কেড়েছে। সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করায় প্রতিটি গাছ প্রায় একই উচ্চতায় বড় হচ্ছে এবং ফুল ফুটছে। ছবিটি সিলেট মিরের ময়দান থেকে সম্প্রতি তোলা।
ছবি: আহমেদ শাহীন
৯ / ১২
কাকডাকা ভোর থেকেই রাজশাহী স্টেশন হতে কু ঝিকঝিক করে বিভিন্ন গন্তব্যে ছুটে চলত ট্রেন। লকডাউনের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তাই জনশূন্য হয়ে পড়েছে রাজশাহী রেলস্টেশন। ছবিটি গত মঙ্গলবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তোলা।
ছবি: সবুজ সরকার
১০ / ১২
ঘাসফড়িং বসে আছে গাছের ডগায়। মনে হচ্ছে, কোনো কিছু আহরণের চেষ্টা করছে। ছবিটি বুধবার মৌলভীবাজার জেলার শিমুলতলা থেকে তোলা।
ছবি: শুভ গোয়ালা
১১ / ১২
যমুনা পাড়ে সারিবদ্ধভাবে বাঁধা ছোট ছোট নৌকার দৃশ্য সত্যি হৃদয়জুড়ানো। ছবিটি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. হুসাইন আহমদ
১২ / ১২
আষাঢ়ের থেমে থেমে বৃষ্টির মধ্যেও গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছেন রাখালিনী। ছবিটি ২০ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার স্লুইস গেট এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান