পাঠকের ছবি

১ / ১৬
ফুলের মতো শিশুদের হাতে ফুল। শখ করে নয়, এ ফুল বিক্রির জন্য পথে দাঁড়িয়েছে তারা। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক সিগনালে গাড়ি থামলেই যাত্রীর সামনে আবদার, ‘একটা ফুল নেবেন?’ কারও হাতে গোলাপ, কারও হাতে বেলি ফুলের মালা। জীবন-বাস্তবতায় এসব শিশুকে কিছু বুঝে ওঠার আগেই নামতে হয়েছে উপার্জনে। সংসদ ভবন প্রাচীরসংলগ্ন, খামারবাড়ি, ঢাকা, ১৯ জুন।
ছবি: মো. আলভী শরীফ
২ / ১৬
ছবির এ কিশোরের নাম কবীর হোসেন। এ বয়সে অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে অনেক আগেই পড়ালেখাকে ছুটি দিয়েছে। শেরপুর জেলা থেকে আসা কিশোর কবীর এখন একজন সড়ক নির্মাণশ্রমিক। কোনোরূপ নিরাপত্তা কিংবা ভালো কোনো সুরক্ষাপোশাক ছাড়াই কবীরকে টগবগে উত্ত্যক্ত বিটুমিনের টিন হাতে করে নিয়ে ঢালতে দেখা যায় নির্মাণের জন্য ইট–সুরকির মিক্সচার মেশিনে, যা একটু উনিশ–বিশ হলেই ঘটতে পারে বিপদ। স্থানীয় ঠিকাদারের পক্ষ থেকেও কবীরের মতো কোনো শ্রমিকদের দেওয়া হয়নি বাড়তি কোনো সুরক্ষাপোশাক। বিটুমিন পোড়া বিষাক্ত ধোয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও এ ধরনের কাজ করে সে। এখানে সারা দিন কাজ করে কবীর পায় ৫০০ টাকা। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে গত শুক্রবার ছবিটা তোলা।
ছবি: ইমতিয়াজ আহমেদ
৩ / ১৬
কচি ঘাস খেতে ব্যস্ত ছাগলের পাল। বড় বিলপার, পীরগঞ্জ উপজেলা, রংপুর, ১২ জুন।
ছবি: মাসুদার রহমান
৪ / ১৬
অসচেতনতা ...। করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়লেও নেই সচেতনতা। জেলার বিভিন্ন বাজারে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় না রেখেই চলছে মাছ বেচাকেনা। গাইবান্ধার তুলসীঘাট বাজার থেকে ছবি সম্প্রতি তোলা।
ছবি: কনক আহাম্মেদ
৫ / ১৬
জাম একটি অতি পরিচিত ফল। চলতি মৌসুমে বাজারে জামের চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন বিক্রেতারা। খোলা বাজার থেকে বেশ আগ্রহের সঙ্গে জাম কিনতে দেখা যায় এক ক্রেতাকে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর থেকে সম্প্রতি তোলা।
ছবি: কারিমুল হাসান
৬ / ১৬
বর্ষার শুরুতে ছাগল পালনে কাঁঠালপাতার চাহিদা বাড়ায় বাজারে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি ১৮ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ড. এম এ ওয়াজেদ মিয়া সেতু থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান
৭ / ১৬
শাক বিক্রি ...। তরতাজা শাক জমি থেকে উত্তোলন করে ভ্যানে করে জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন রকমের শাক। গাইবান্ধা জেলার শাপলা মিল এলাকা থেকে ছবিটি তোলা। ২০ জুন।
ছবি: কনক আহাম্মেদ
৮ / ১৬
নৌকাভ্রমণে আশুরার বিলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা। ছবিটি সম্প্রতি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান
৯ / ১৬
বর্ষার আগমনে হারানো যৌবন ফিরে পাচ্ছে ভৈরব নদ। ছবিটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা ব্রিজ থেকে সম্প্রতি তোলা।
ছবি: মো. শাহিন রেজা
১০ / ১৬
আষাঢ়ের বৃষ্টির আগে বড় বিলপাড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ। পীরগঞ্জ, রংপুর, ১৯ জুন।
ছবি: মাসুদার রহমান
১১ / ১৬
শেষ বিকেলের আলোয় গোধূলির লগ্নে সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম আকাশে। পদ্মবিল, মহেমপুর, ঝিনাইদহ, ১৮ জুন।
ছবি: মো. জুয়েল রানা
১২ / ১৬
পরিবেশ রক্ষায় আমরা কতটুকু সোচ্চার? যার প্রমাণ মেলে সংশ্লিষ্ট চিত্রটিতে। তাই পরিবেশ রক্ষায় আমাদের সোচ্চার হওয়া জরুরি। আমাদের সম্মিলিত সচেতনতায়ই পরিবেশ সুন্দর হবে। সিটি সেন্টার, সাভার, ঢাকা। সম্প্রতি ছবিটি তোলা হয়েছে।
ছবি: উসমান বিন আবদুল আলিম
১৩ / ১৬
বনের পথ পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সম্প্রতি রংপুরের কাদিরাবাদ ফরেস্ট রেন্স এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদার রহমান
১৪ / ১৬
মোচা থেকে বের হচ্ছে কচি কলা। রাজশাহী নগরের কলাবাগান এলাকা থেকে সম্প্রতি তোলা।
ছবি: সবুজ সরকার
১৫ / ১৬
হাওরে বর্ষার পানি অল্প অল্প করে বাড়ছে। হাঁটুপানিতে একজন জেলেকে চোঙ্গা বড়শি দিয়ে মাছ ধরতে দেখা যাচ্ছে। নেত্রকোনার কলমাকান্দার কলেজ রোড থেকে ছবিটি সম্প্রতি তোলা।
ছবি: মো. মাহাবুবুর রহমান
১৬ / ১৬
বর্ষায় ফুটে থাকা নাম না জানা ফুল। ছবিটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের সুহৃদপল্লি থেকে সম্প্রতি তোলা।
ছবি: রবিউল হোসাইন